কার্যকরভাবে কুরআন অধ্যয়নের উপায়: কুরআনের বর্ণনাশৈলী বুঝতে পারা

লেখাটি শেয়ার করতে পারেন

একটা প্রশ্ন আমি প্রায়ই পাই যে বিগিনারদের জন্য বাংলায় কোন তাফসীর ভালো হবে। আমি শুনে কী বলবো ভেবে পাই না। এমন যদি কিছু থাকতো তাহলে তো ’শিকড়ের সন্ধানে ’বইটা লেখারই দরকার হতো না।
কিন্তু আমাদের যদি কুরআনের বর্ণনা শৈলীটার সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকে তাহলে যে তাফসীরই পড়া হোক না কেন, কুরআনের সাথে একটা আন্তরিক সম্পর্ক তৈরি হবে ইনশাল্লাহ। আজকাল যেহেতু কুরআনের অ্যাপ আছে অনেক যেগুলোতে সহজেই একাধিক তাফসীর ডাউনলোড করা যায়, তাই স্টাইলটা জানা থাকলে কুরআন পড়ার যাত্রাটা সহজ ও আনন্দময় হতে পারে। আমার দৃষ্টিতে এটা একটা লাইফ টাইম ইনভেস্টমেন্ট ।
কুরআনের বর্ণনা শৈলী ব্যাখ্যা করে এই ওয়েবিনারটি আয়োজন করা হয়েছিল।

– হামিদা মুবাশ্বেরা


এই ওয়েবিনার এর রেকর্ড পেতে Bkash/Nagad# 01717430345 নম্বরে ১০০ টাকা send money করে তার স্ক্রীনশট পাঠাতে হবে Mubashera sisters পেইজের ইনবক্সে । রেফারেন্স লিখতে হবে Quran Webinar.


লেখাটি শেয়ার করতে পারেন