আমাদের সাদাকাহ প্রজেক্ট নিয়ে কিছু কথা……
Mubashera sisters পেইজের যাত্রা শুরু হয় ২০১৯ সালে। পেইজটি শুরু করার উদ্দেশ্য ছিল মূলত আমাদের দুই বোনের মনের ভাব প্রকাশ করা। আমরা সবসময় চেষ্টা করেছি ফেসবুকে চলমান বিতর্কিত বিষয়গুলো থেকে নিজেদের দূরে রেখে এমন কিছু ব্যতিক্রমধমী বিষয়ে লেখালেখি করার যা পাঠকদেরকে চিন্তাশীল হতে সাহায্য করবে এবং যেসব লেখার আবেদন সব সময়ের জন্য প্রযোজ্য হবে।
আলহামদুলিল্লাহ, পাঠকরা এই পেইজের লেখাগুলোকে সাদরে গ্রহণ করেছেন। কিছু কিছু ক্ষেত্রে হয়তো মতানৈক্য হয়েছে, তারপরও সার্বিক বিচারে আমরা পাঠকদের ভালোবাসা পেয়েছি অনেক।
আর এই ভালোবাসা পাওয়াটাও আল্লাহর একটা নেয়ামত, যা সবার ভাগ্যে থাকে না। আর তাই এই নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্যই আমরা শুরু করেছিলাম আমাদের ‘সাদাকাহ প্রজেক্ট’।
আমরা চেয়েছিলাম অনলাইনে লেখালেখির মাধ্যমে আমরা পাঠকদের যে ভালোবাসা পেয়েছি তা কাজে লাগিয়ে অফলাইনেও দেশের সাধারণ মানুষদের জন্য কিছু করতে। কারণ আমরা বিশ্বাস করি, অনলাইনে দাওয়াহ দেয়া যতটা সহজ, অফলাইনে মানুষের পাশে দাঁড়ানো ততোটাই কঠিন। কিন্তু তবু চেষ্টা করতে হবে নিজেদের আয়ত্বের মধ্যে।
এই উদ্দেশ্যেই ২০১৯ সালে পেইজ খোলার কিছুদিন পরেই উত্তরাঞ্চলের বন্যার্ত মানুষকে সহায়তা করার জন্য আমরা একটি হেল্প পোস্ট দেই। আল্লাহর অশেষ রহমতে ১ম পোস্ট থেকেই আমরা অবিশ্বাস্য রকমের সাড়া পাই। যারা শুধুমাত্র ফেসবুকে লেখা পড়েই আমাদের চেনেন, ব্যক্তিগতভাবে আমাদের সাথে কোনো পরিচয় নাই, এরকম অসংখ্য পাঠক আমাদের বিশ্বাস করে আমাদের ১ম সাদাকাহ প্রজেক্টে অর্থ প্রদান করেন। দেশ-বিদেশ থেকে নারী-পুরুষ উভয়ই ১০ টাকা থেকে শুরু করে ১০ হাজার টাকা পর্যন্ত সাদাকাহ করেছিলেন। ১ম প্রোজেক্টেই প্রায় ১লাখ ৩০ হাজার টাকা সংগৃহীত হয়েছিল।
পাঠকদের এই ব্যাপক সাড়া এবং আমাদের প্রতি বিশ্বাস দেখে আমরা অনুপ্রাণিত হয়ে এরপর থেকে বিগত ২বছর যাবৎ একের পর এক সাদাকাহ প্রজেক্ট পরিচালনা করেছি আলহামদুলিল্লাহ।
শীতকালে শীতবস্ত্র বিতরণ , রমাদানে ইফতার প্যাকেজ বিতরণ এবং করোনা মহামারীর কারণে লকডাউন চলাকালীন সময়ে খাদ্য ও নগদ অর্থ বিতরণ ছিল আমাদের বৃহৎ আকারের প্রজেক্ট।
এছাড়াও বিভিন্ন সময়ে অসহায় রোগীর চিকিৎসা, দুর্ঘটনায় সর্বস্ব হারানো পরিবারকে ঘর তুলে দেয়া, নওমুসলিমের জীবিকা নির্বাহের জন্য ভ্যান কিনে দেয়াসহ ক্ষুদ্র পরিসরে বিভিন্ন সাদাকাহ কার্যক্রম পরিচালনা করেছি আমরা। বেশ কিছু মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের খাদ্য, পোশাক ও অর্থ সহায়তা দিয়েছি , মাদ্রাসার দরজা, জানালা, টিনের চাল তৈরি করে দেয়াসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণে সহায়তা করেছি বিভিন্ন সময়ে।
এখানে উল্লেখ্য যে, আমাদের সাদাকাহ প্রজেক্টগুলোতে মাঠ পর্যায়ে আমাদের সহায়তা করেন আমাদের আপন কাজিনরা । যেহেতু আমাদের আত্মীয়রা উত্তরাঞ্চলে থাকেন তাই আমরা
উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় আমাদের কার্যক্রম পরিচালনা করে থাকি। আমাদের কাজিনরা অত্যন্ত স্বচ্ছতার সাথে প্রকৃত অভাবী ব্যক্তিদের তালিকা করে সেই অনুযায়ী খাদ্য/ পোশাক/ অর্থ বিতরণ করে থাকে।
এখন পর্যন্ত আমরা যতগুলো প্রজেক্ট সম্পন্ন করেছি তার সবই সম্ভব হয়েছে দেশ-বিদেশ থেকে পরিচিত-অপরিচিত অসংখ্য পাঠক, শুভাকাঙ্খীদের পাঠানো অর্থ সহায়তার কারণে। তাই এই পোস্টের মাধ্যমে আমরা আমাদের বিগত দিনের কার্যক্রম তুলে ধরে তাদেরকে আশ্বস্ত করতে চাই, তাদের বিশ্বাস এবং আস্থার মর্যাদা আমরা যথাযথভাবে দেয়ার চেষ্টা করেছি।
তবে আমাদের সবার সকল প্রচেষ্টা তখনই স্বার্থক হবে যদি মহান আল্লাহ তা কবুল করে নেন।
কারণ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি রিযিকের মালিক একমাত্র আল্লাহ এবং যারা এখন পর্যন্ত বিভিন্ন সহায়তা পেয়েছে তা তাদের রিযিকেই ছিল, আমরা শুধুমাত্র উসিলা হিসেবে কাজ করেছি মাত্র।
মহান আল্লাহ যেন ভবিষ্যতেও আপনাদের সহযোগিতায় আমাদের আরও কাজ করার তৌফিক দেন, এই দুআ করি।
১. বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ- ২০১৯
২. শীতবস্ত্র বিতরণ প্রজেক্ট- ২০১৯, ২০২০, ২০২১