কুফা
বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে নিপার। রিয়াদ চলে যাওয়ার পর গত এক বছর বুকে পাথর বেঁধে একেকটা দিন পার করেছে,ভেঙ্গে পড়ে নি, কিন্তু আজ কান্নার বাঁধটা আজ বুঝি আর ঠেকাতে পারছে না…জায়নামাযে সিজদায় কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলেছে! গিয়েছিল মোহাম্মাদপুরে একটা কাজে। যেখানে গিয়েছিল সেখান থেকে পপিদের বাসা একদম কাছেই, শুক্রবার বলে নিশ্চিত ছিল বাসাতেই […]