আত্মসমালোচনা
অন্যের ভুল ধরা যতটা সহজ, নিজের সমালোচনা করা ততোটাই কঠিন। নি:সন্দেহে স্বাধীনতার পর জাতি হিসেবে আমরা সবচেয়ে বড় ক্রান্তিকাল অতিক্রম করছি। স্বাধীন দেশে কয়েকদিনের ব্যবধানে সাধারণ মানুষের এত মৃত্যু, এত রক্ত এর আগে দেখিনি আমরা। এই বিপর্যয়ের দায় কি শুধুই শাসকগোষ্ঠীর আর তার অনুগতদের? প্রজা হিসেবে আমাদের কি কোনো দায় নেই? আত্মোয়ন্নয়নের সুযোগ নেই? নিজেদের […]