কুইজ নং- ১
১) সূরা বাকারাহ’তে ’সাদাকাহ’কে কিসের সাথে তুলনা করা হয়েছে? ( প্রশ্নের মান -০১)
২) এই তুলনার পেছনের হিকমাহ কি হতে পারে? যে কোনো তিনটি উল্লেখ করুন।( প্রশ্নের মান -০৩)
৩) ”এ ব্যাক্তির দৃষ্টান্ত একটি মসৃণ পাথরের মতো যার উপর কিছু মাটি পড়েছিল। অতঃপর এর উপর প্রবল বৃষ্টি বর্ষিত হলো, অনন্তর তাকে সম্পূর্ণ পরিষ্কার করে দিল। তারা ঐ বস্তুর কোনো সওয়াব পায় না, যা তারা উপার্জন করেছে।”
এই আয়াতে কোন ধরনের ব্যক্তির উদাহরণ দেওয়ার জন্য এই উপমা ব্যবহার করা হয়েছে?
( প্রশ্নের মান -০২)
৪) কাফিরদের সাদাকাহ আল্লাহর দরবারে কবুল হবে না কেন? ( প্রশ্নের মান -০২)
৫) যারা সুদ খায় তারা কিয়ামতের দিন কিভাবে উত্থিত হবে? ( প্রশ্নের মান -০১)
৬) ”সুদের সাথে সম্পৃক্ত জীবন প্রকৃতপক্ষে অন্ত:সারশূণ্য, বিষাদময়।” কেন? ব্যাখ্যা করুন।
( প্রশ্নের মান -০৩)
কুইজ নং- ২
১) ”আর যে মৃত ছিল অতঃপর আমি তাকে জীবিত করেছি এবং তাকে এমন একটি আলো দিয়েছি, যা নিয়ে সে মানুষের মধ্যে চলাফেরা করে।”
সূরা আনআম এর এই আয়াতে ’মৃত’ বলতে কী বোঝানো হয়েছে এবং ’আলো’ বলতে কী বোঝানো হয়েছে? (প্রশ্নের মান-০২)
২) আলোচ্য আয়াতটি কোন ঘটনার প্রেক্ষিতে নাযিল করা হয়েছিল? (প্রশ্নের মান-০১)
৩) ”সে কি ঐ ব্যক্তির সমতুল্য হতে পারে, যে অন্ধকারে রয়েছে সেখান থেকে বের হতে পারছে না? “
এখানে ”অন্ধকারে রয়েছে” বলতে কী বোঝানো হয়েছে? (প্রশ্নের মান-০১)
৪) “আর তোমরা সকলে আল্লাহর রজ্জুকে সুদৃঢ় হস্তে ধারণ করো; পরস্পর বিচ্ছিন্ন হয়ো না।”
সূরা আল-ইমরান এর এই আয়াতে ’কুরআন’কে আল্লাহর রজ্জু’র সাথে তুলনা করা হয়েছে। কেন?
দুটি কারণ উল্লেখ করুন। (প্রশ্নের মান-০২)
৫) ”তোমরা পরস্পর শত্রু ছিলে। অতঃপর আল্লাহ তোমাদের মনে সম্প্রীতি দান করেছেন। ফলে এখন তোমরা তাঁর অনুগ্রহের কারণে পরস্পর ভাই ভাই হয়েছ। ”
আলোচ্য আয়াতে কোন ঘটনার কথা বলা হয়েছে? (প্রশ্নের মান-০২)
৬) “পার্থিব জীবনের দৃষ্টান্ত তো এরূপ যেমন আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি, পরে তা মিলিত, সংমিশ্রিত হয়ে তা থেকে যমীনের শ্যামল উদ্ভিদ বেরিয়ে এলো যা মানুষ ও জীব-জন্তু খেয়ে থাকে “
সূরা ইউনুস এর এই আয়াতে পার্থিব জীবনকে প্রকৃতির সাথে তুলনা করা হয়েছে। কেন? দুটি কারণ বর্ণনা করুন। (প্রশ্নের মান-০২)
৭) ”তারপর যখন ভূমি তার শোভা ধারণ করে ও নয়নাভিরাম হয় এবং তার অধিকারিগণ মনে করে সেটা তাদের আয়ত্তাধীন, তখন দিনে বা রাতে আমার নির্দেশ এসে পড়ে, তারপর আমি তা এমনভাবে নির্মূল করে দেই যেন গতকালও সেটার অস্তিত্ব ছিল না ।”
প্রকৃতির এই উত্থান-পতন থেকে চিন্তাশীল মানুষের জন্য কি শিক্ষা রয়েছে? (প্রশ্নের মান-০২)
কুইজ নং- ৩
১. “অবশ্য আমি ইচ্ছা করলে তার মর্যাদা বাড়িয়ে দিতাম সে সকল নিদর্শনসমূহের দৌলতে। কিন্তু সে যে অধঃপতিত এবং নিজের রিপুর অনুগামী হয়ে রইল। (সূরা আরাফ : ১৭৬)
উপরোক্ত আয়াতে কোন ব্যক্তির প্রতি ইঙ্গিত করা হয়েছে? (প্রশ্নের মান-০১)
২. উক্ত ব্যক্তিকে কোন প্রাণীর সাথে তুলনা করা হয়েছে? (প্রশ্নের মান-০১)
৩. মহান আল্লাহ যাদেরকে মেধা ও জ্ঞানের নিয়ামত দিয়েছেন তাদের কি করা উচিত? ব্যাখ্যা করুন। (প্রশ্নের মান-০২)
৪. সূরা আর রাদ এর ১৪ নং আয়াতে যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে আহ্বান করে তাদের উপমা দিতে গিয়ে কোন ব্যক্তির কথা বলা হয়েছে? (প্রশ্নের মান-০২)
৫. সূরা আর রাদ এর ১৪ নং আয়াত থেকে আমরা দুআ করার দুটি পদ্ধতি সম্পর্কে জানতে পারি। সেগুলো কি কি? (প্রশ্নের মান-০২)
৬.“তিনি আকাশ হতে বৃষ্টিপাত করেন, ফলে উপত্যকাসমূহ তাদের পরিমাণ অনুযায়ী প্লাবিত হয় এবং প্লাবন তার উপরের আবর্জনা বহন করে। (সূরা আর রাদ : ১৭)
এই উপমা দিয়ে কি বোঝানো হয়েছে? (প্রশ্নের মান-০২)
৭. একজন মুমিন জীবনের নানাবিধ পরীক্ষার আগুনে পুড়ে খাঁটি ঈমানদারে পরিণত হয়। ব্যাখ্যা করুন। (প্রশ্নের মান-০২)
কুইজ নং- ৪
১. “আপনি কি লক্ষ্য করেন না আল্লাহ্ কিভাবে উপমা দিয়ে থাকেন? সৎবাক্যের তুলনা উৎকৃষ্ট গাছ যার মূল সুদৃঢ় ও যার শাখা-প্রশাখা উপরে বিস্তৃত।” ( সূরা ইবরাহীম : ২৪)
উপরোক্ত আয়াতে সৎ বাক্য বলতে কোন বাক্যকে বোঝানো হয়েছে? (প্রশ্নের মান -০১)
২. এই আয়াতে ‘পবিত্র বাক্য’কে পবিত্র বৃক্ষের সাথে তুলনা করা হয়েছে। এদের মধ্যে কমপক্ষে ৩টি সাদৃশ্য বর্ণণা করুন। (প্রশ্নের মান -০৩)
৩.“আল্লাহ্ উপমা দিচ্ছেন অন্যের অধিকারভুক্ত এক দাসের, যে কোনো কিছুর উপর শক্তি রাখে না এবং এমন এক ব্যক্তির যাকে আমরা আমার পক্ষ থেকে উত্তম রিযক দান করেছি এবং সে তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে; তারা কি একে অন্যের সমান? সমস্ত প্রশংসা আল্লাহ্রই প্রাপ্য ; বরং তাদের অধিকাংশই জানে না ।” (সূরা আন-নহল : ৭৫)
এই আয়াতের উপমাটি ব্যাখ্যা করুন। (প্রশ্নের মান -০২)
৪.“আল্লাহ আরেকটি দৃষ্টান্ত বর্ণনা করেছেন, দু’ব্যক্তির, একজন বোবা কোনো কাজ করতে পারে না। সে মালিকের উপর বোঝা। যেদিকে তাকে পাঠায়, কোন সঠিক কাজ করে আসে না। সে কি সমান হবে ঐ ব্যক্তির, যে ন্যায় বিচারের আদেশ করে এবং সরল পথে কায়েম রয়েছে।” (সূরা আন-নহল : ৭৬)
এই আয়াতের উপমাটি ব্যাখ্যা করুন। (প্রশ্নের মান -০২)
৫.”আল্লাহ্ তোমাদের জন্য তোমাদের নিজেদের মধ্যে একটি দৃষ্টান্ত পেশ করছেন। তোমাদেরকে আমরা যে, রিয্ক দিয়েছি, তোমাদের অধিকারভুক্ত দাস-দাসীদের কেউ কি তাতে অংশীদার? ফলে তোমরা কি এ ব্যাপারে সমান? তোমরা কি তাদেরকে সেরূপ ভয় করো যেরূপ তোমরা পরস্পর পরস্পরকে ভয় করো? এভাবেই আমরা নিদর্শনাবলী বিস্তারিত বর্ণনা করি সে সম্প্রদায়ের জন্য, যারা অনুধাবন করে । ”
(সূরা আর-রূম :২৮)
এই আয়াতের উপমাটি ব্যাখ্যা করুন। (প্রশ্নের মান -০২)
৬. ”আল্লাহ্ একটি দৃষ্টান্ত পেশ করছেন: এক ব্যক্তির প্রভু অনেক, যারা পরস্পর বিরুদ্ধভাবাপন্ন এবং আরেক ব্যক্তি, যে এক প্রভুর অনুগত; এ দু’জনের অবস্থা কি সমান? সমস্ত প্ৰশংসা আল্লাহরই; কিন্তু তাদের অধিকাংশই জানে না ।” (সূরা আয-যুমার : ২৯)
এই আয়াতের উপমাটি ব্যাখ্যা করুন। (প্রশ্নের মান -০২)
কুইজ নং -৫
১. সূরা আল-ফাতহ এর ২৯ নং আয়াত অনুসারে রাসূল (সা:) এর সাহাবীদের বৈশিষ্ট্য সম্পর্কে তাওরাতে কি বলা হয়েছে? (প্রশ্নের মান- ০২)
২. ইঞ্জীলে সাহাবীদের উপমা দেয়া হয়েছে একটি চারাগাছের সাথে । কেন? ব্যাখ্যা করুন।
(প্রশ্নের মান- ০২)
৩. ”আর তোমরা সে নারীর মতো হয়ো না, যে তার সুতা মজবুত করে পাকানোর পর সেটার পাক খুলে নষ্ট করে দেয়। ”(সূরা আন-নহল: ৯২)
আলোচ্য আয়াতে একজন নারীর নির্বুদ্ধিতাকে ’উপমা’ হিসেবে ব্যবহার করে মুসলিমদের কোন ব্যাপারে সতর্ক করা হয়েছে? (প্রশ্নের মান- ০১)
৪. মুসলিমদের নেক আমল নষ্ট হয়ে যেতে পারে এমন ৩টি কাজের উদাহরণ দিন। (প্রশ্নের মান- ০৩)
৫. ”যারা আল্লাহ ছাড়া বহু অভিভাবক গ্রহণ করে, তাদের দৃষ্টান্ত মাকড়সার ন্যায়,যে ঘর বানায়। আর ঘরের মধ্যে মাকড়সার ঘরই তো দু্র্বলতম, যদি তারা জানতো।” (সূরা আনকাবূত : ৪১)
উপরোক্ত আয়াতে যে উপমা ব্যবহার করা হয়েছে তা ব্যখ্যা করুন। (প্রশ্নের মান- ০২)
৬. ”আর যে কেউ আল্লাহর সাথে শরীক করে সে যেন আকাশ হতে পড়ল, তারপর পাখি তাকে ছোঁ মেরে নিয়ে গেল, কিংবা বায়ু তাকে উড়িয়ে নিয়ে গিয়ে এক দূরবর্তী স্থানে নিক্ষেপ করল“ (সূরা হাজ্জ : ৩১)
উপরোক্ত আয়াতে যে উপমা ব্যবহার করা হয়েছে তা ব্যখ্যা করুন। (প্রশ্নের মান- ০২)