রিভিউ লিখেছেন – উম্মে সাবির
মাশাআল্লাহ বারাকাল্লাহু ফিকুম, লা হাওয়া লা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
“কুরআনের রেফারেন্স টেনে দুআ করার পদ্ধতি’-
এই কোর্স টা থেকে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা এত উপকৃত করেছেন,আলহামদুলিল্লাহ। কুরআন পড়তে গেলে,যতটুকু পড়া হয় একটা কথা মাথায় ঘুরে যে কুরআনের এই আয়াতকে কিভাবে দুআতে রুপান্তর করা যায়।
এভাবে করার ফলে সুবিধা হলো কুরআনকে রিডিং পড়ে ফেলে রাখার বই মনে হয় না।কুরআনকে আগের তুলনায় জীবন্ত মনে হয় আলহামদুলিল্লাহ। কুরআনের ঘটনাগুলোকে দূর আকাশের তারা মনে হলে সেখান থেকে তো শিক্ষা নিতে পারার কথা না।এই চমৎকার কোর্সটা আলহামদুলিল্লাহ সেই গুরুত্বপূর্ণ বিষয় টাতেই সাহায্য করেছে।
এই কোর্সটি যারা করেন নি,তাদের বলব কোন চিন্তা ভাবনা না করেই এই কোর্সটি মনযোগ দিয়ে করে ফেলুন।আপনি নোট করেন বা না করেন যদি শুধুমাত্র লেকচার গুলোও শুনেন, সেটা নিয়েও চিন্তা ভাবনা করেন ইনশাআল্লাহ উপকৃত হবেন।
এই কোর্স করার সাথে সাথে সবাইকে অনুরোধ করব অবশ্যই “শিকড়ের সন্ধানে” বইটি কিনে নিতে। এই বইটি একে অপরকে হাদিয়া দেয়ার তালিকা তেও রাখতে পারেন ইনশাআল্লাহ।
কুরআনের অর্থ বা সরাসরি কুরআন কাউকে ধরিয়ে দিলে হতেই পারে সে কুরআনের অর্থ গুলো রিলেট করতে পারবে না।সময় সুযোগ বা আগ্রহের অভাবে তাফসীর বা বিস্তারিত পড়াও হবে না।সেক্ষেত্রে শিকড়ের সন্ধানে বইটা চমৎকার একটা রিসোর্স হবে ইনশাআল্লাহ। শুধু মাত্র এই একটা বইও যদি কেউ পড়তে পারে ইনশাআল্লাহ তার কুরআন সম্পর্কে অনেক ধারনা স্পষ্ট হবে,বুঝতে সহজ হবে।
কোর্সের সাথে যুক্ত সকলকে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা কবুল করুন,আফিয়াহর সাথে রাখুক,দুনিয়া আখিরাতে সম্মানিত করুক। আমিন।