কুইজ -১
১. ইব্রাহিম (আ:) কে আল্লাহ পবিত্র কুরআনে কি নামে আখ্যায়িত করেছেন?
২. কোন নবীর আরেক নাম ছিল ইসরাইল?
৩ . বনী ইসরাইল- ই প্রথম উম্মত যাদেরকে আল্লাহ………… নির্দেশ দিয়েছিলেন? শূণ্যস্থান পূরণ করুন।
৪. শাম ও মিশরের মধ্যে যোগসূত্র স্থাপন করেছে যে ঘটনা তার বর্ণনা আমরা কোন সূরায় পাই?
৫. কুরআন যতবার ইউসুফ (আ:) এর সময়কালে মিশরের রাজার কথা উল্লেখ করছে, ততবার তাকে কি নামে সম্বোধন করেছে?
৬. মিশরের রাজারা কবে থেকে ফেরাউন উপাধি গ্রহণ করে?
৭. মুসা (আ:) এর ঘুষিতে কে নিহত হয়েছিল?
৮. “হে আমার রব আমার বক্ষ প্রশস্ত করে দিন এবং আমার কাজ সহজ করে দিন এবং আমার জিহ্বার জড়তা দূর করে দিন যাতে তারা আমার কথা বুঝতে পারে।” —-মুসা (আ:) এই দুয়া কখন করেছিলেন?
৯. জাদুকরদের ঈমান আনার ঘটনায় একটি বিষয় স্পষ্ট হয় যে, সত্য অনুধাবনের জন্য দুটো সহায়ক গুণ দরকার । সেগুলো কি কি ?
১০. ফিরাউন শেষ পর্যন্ত ইমান আনলেও তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়নি কেন?
১১. আল্লাহ মূসা (আ:) কে বলেছিলেন সমুদ্রকে লাঠি দিয়ে আঘাত করতে, যদিও সমুদ্রে লাঠি দিয়ে আঘাত করে রাস্তা তৈরি করা কোন মানুষের পক্ষে সম্ভব না। তাহলে এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা পাই?
১২.মূসা (আ:) এর মিশর ত্যাগ ও ফিরাউনের পতনের ঘটনা বাইবেলের বর্ণনা করা হয়েছে। কিন্তু বাইবেলের বর্ণনা ও কুরআনের বর্ণনার মধ্যে মূল পার্থক্য কি?
কুইজ -২
১. লোহিত সাগর পার হওয়ার পর বনি ইসরাইলরা যখন মূর্তি পূজা করতে চাইলো তখন মুসা (আ:) তাদের কি বলে অভিহিত করেছিলেন ?
২. “আমরা ভুলেও সেখানে যাব না, যতক্ষণ তারা সেখানে আছে। অতএব আপনি ও আপনার পালনকর্তাই যান এবং উভয় গিয়ে যুদ্ধ করুন । আমরা এখানে বসে আছি “ — বনি ইসরাইলদের এই কথার প্রেক্ষিতে আল্লাহ তাদের কি শাস্তি দিয়েছিলেন?
৩. মুসা (আ:) যখন তুর পাহাড়ের উপত্যকায় গেলেন তখন বনি ইসরাইলদের দায়িত্ব কার ওপর দিয়ে গেলেন?
৪. মিশরীয়দের গচ্ছিত স্বর্ণালঙ্কার বনি ইসরাইলরা পুড়িয়ে ফেলেছিল কোন অনুভূতি থেকে?
৫. তাওবা করার পর যদি কারো ওপর নির্ধারিত শাস্তি দুনিয়াতে কার্যকর হয়ে যায় তাহলে সেই পাপের জন্য পরকালে তার আর কোনো শাস্তি হবে না —ইসলামী আইন অনুযায়ী এটা কি সঠিক না ভুল?
৬. মুসা (আ:) কর্তৃক বাছাইকৃত ৭০ জন লোক তুর পাহাড়ের উপত্যকায় গিয়ে কি দাবি করেছিলেন ?
৭. “যখন কোনো জাতির মাঝে অল্প কিছু খারাপ মানুষ থাকে ,আল্লাহ কি তাদের সবাইকে ধ্বংস করে দিতে পারে?” যয়নাব (রা:) এর এই প্রশ্নের উত্তরে রাসূল (সা:) কি বলেছিলেন?
৮. কোনো জনপদের অধিবাসীরা যখন আল্লাহকে ঠিকমতো চেনে না বা শিরকে লিপ্ত থাকে তখন প্রথমেই তাদের মাঝে কোন পাপের প্রসার ঘটে?
৯. মানবজাতির প্রতি আল্লাহর প্রথম নির্দেশ ছিল “ পড়ো। “ তো এই পড়াটা হবে কোন মানসিকতা নিয়ে? আল্লাহ একই সূরায় এর উত্তর দিয়েছেন । সেটা কি?
১০. যখন কোনো ব্যাপারে আমাদের জীবন খুব কঠিন হয়ে যায় ,একের পর এক দোয়া কবুল না হতে থাকে তখন প্রথম আমাদের নিজেদের কোন বিষয়ের দিকে নজর দেওয়া উচিত?
১১. শনিবারে মাছ ধরার ব্যাপারে নিষেধাজ্ঞা থাকা স্বত্বেও বনি ইসরাইলের একটি গোষ্ঠী আল্লাহর আদেশ অমান্য করেছিলেন ।তাদের আল্লাহ কি শাস্তি দিয়েছিলেন?
১২. কোনো মুসলিম যদি অবহেলাবশত পরপর তিনটি জুমুআর নামাজ না পড়ে, তবে তার অন্তরের অবস্থা কি হয় ?
কুইজ-৩
১. ৪০ বছর পর বনি ইসরাইলের নতুন যে প্রজন্ম বেড়ে উঠেছিল তাদের চরিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক কোনটি ছিল ?
২. যার নেতৃত্বে বনি ইসরাইল জেরুজালেমে প্রবেশ করতে সক্ষম হয় তিনি বাইবেলে কি নামে পরিচিত?
৩. Ark of the Covenant কি?
৪. আল্লাহ কুরআন থেকে আমাদের শেখাচ্ছেন যে ইহুদীরা মুখে যা বলে তা তাদের মনের কথা নয়, তাই তাদের বিশ্বাস না করতে। কিন্তু ইতিহাস স্বাক্ষ্য দেয় যে, মুসলিমরা বারবার তাদের বিশ্বাস করে গেছে, এর একটি ক্লাসিক্যাল উদাহরণ কি?
৫.ইহুদীরা যেখানেই যেত, সে অঞ্চলের অধিবাসীদের সাথে কিসের লেনদেন শুরু করতো?
৬.উসামা ইবনুল যায়িদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন বিষয়ে সুপারিশ নিয়ে গিয়েছিলেন?
৭.অন্ধ গোত্রপ্রীতিকে আমরা আজকের প্রেক্ষাপটে কিসের সাথে তুলনা করতে পারি ?
৮. বাদশা তালুত কার বংশধর ছিলেন?
৯. বাদশা তালুত আল্লাহ কর্তৃক নির্বাচিত—- এটা প্রমাণিত হয়েছিল কোন ঘটনার মাধ্যমে ?
১০. আল্লাহর রাস্তায় বিজয়ী হওয়ার জন্য সংখ্যাটা গুরুত্বপূর্ণ নয় বরং গুরুত্বপূর্ণ হলো——-।
শূন্যস্থানে সঠিক শব্দটি বসান।
১১. আল্লাহ দাউদ (আ:) কে কোন ধাতু ব্যবহার উপযোগী করার ক্ষমতা দিয়েছিলেন?
১২. সুবিচার প্রতিষ্ঠার জন্য ইসলামের কোন কৌশল আমরা দাউদ (আ:) এর ঘটনা থেকে শিখতে পারি?
কুইজ ৪
১. নবীরা উত্তরাধিকার হিসেবে কি রেখে যান?
২. একবার ঘোড়া দেখাশোনা করতে গিয়ে সুলাইমান(আ:) আসরের সালাত আদায় করতে ভুলে গিয়েছিলেন। তিনি যখন বুঝতে পারলেন যে, আল্লাহ প্রদত্ত নিয়ামত তাকে আল্লাহর স্মরণ থেকে গাফিল করে দিচ্ছে তখন তিনি কি করেছিলেন?
৩. জাদু বিদ্যা চর্চা জোরপূর্বক বন্ধ করার জন্য সুলায়মান (আ:) একটি বৈপ্লবিক কাজ করেন । সেটি কি?
৪. আল্লাহ হারুত ও মারুত এর মাধ্যমে মানুষকে জাদু বিদ্যা শিক্ষা দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কেন?
৫. যাদের যাদুবিদ্যা শেখানো হয়েছিল তাদের একটি অংশ শুধু নিজেদের মাঝে তা প্রয়োগ করেই ক্ষান্ত হয়নি, এটাকে তাদের ধর্মের অংশ বানিয়ে ফেলেছিল। ইহুদি ধর্মের সাথে মিশে থাকা জ্ঞানের এই শাখা কি নামে পরিচিত?
৬. মসজিদুল আকসা পুননির্মাণ শেষ হওয়ার পর সুলাইমান (আ:) যে লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়ে ছিলেন আল্লাহর নির্দেশে ঘুণপোকা সেটি খেয়ে ফেলল এবং জ্বীনরা দেখতে পেলো যে তিনি আর জীবিত নেই। এই ঘটনার মাধ্যমে আল্লাহ তখনকার লোকদের কোন ভুল ধারণার অবসান ঘটান?
৭. সুলায়মান (আ:) এর রাজ্যের সীমানা কোন পর্যন্ত ছিল এবং এই রাজত্ব কি নামে পরিচিত?
৮. সুলায়মান (আ:) এর মৃত্যুর পর তার ছেলে উচ্চহারে কর আরোপ করার ফলে বনি ইসরাইলের ১০টি গোত্র বিদ্রোহী হয়ে আলাদা রাজ্য গঠন করে । এই রাজ্যের নাম এবং রাজধানীর নাম কি ছিল?
৯. জুডাহ রাজ্য কোন দুটি গোত্র নিয়ে গঠিত হয় এবং এর রাজধানীর নাম কি ছিল?
১০.কোন নবীকে হত্যার মাধ্যমে বনি ইসরাইলরা নবীদের হত্যা করার প্রচলন ঘটায়?
১১. ৫৮৭ খ্রিষ্টপূ্র্ব নেবুচাদনেজার আক্রমণে নিবিচারে বনি ইসরাইলদের হত্যা করা হয়, যারা জীবিত ছিল তাদের দাস হিসেবে ধরে নিয়ে যাওয়া হয় এবং অল্পসংখ্যক ইহুদী পালিয়ে যেতে সক্ষম হয়। এভাবে ইহুদীদের বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ইতিহাসে কি নামে পরিচিত?
১২. ইহুদীদের ইতিহাসে অনেকেই প্রশংসার ছলে কাকে ‘দ্বিতীয় মুসা’ হিসেবে অভিহিত করে?
কুইজ- ৫
১. ইয়াকুব (আ:) এর ১২ জন ছেলের নাম থেকে উদ্ভূত ১২টি গোত্রের মধ্যে কোন গোত্রের আরবি নাম ইয়াহুদ?
২. ৫৮৭ খ্রিস্টপূর্বে অধিকাংশ বনী-ইসরাইলের লোকদের ব্যাবিলনে নির্বাসিত করা হয় দাস হিসেবে। এই নির্বাসনের ঘটনার পর থেকে পরিচয় প্রদানের ক্ষেত্রে বনী ইসরেইলদের এক ঐতিহাসিক পরিবর্তন ঘটে যায়। সেটা কি?
৩. .……… এর লেবেল নিয়ে ইহুদিরা বর্তমান সময়েও পবিত্র ভূমিতে বসবাসের অধিকার দাবি করে । শূন্যস্থানে সঠিক শব্দ বসান।
৪. বনি ইসরাইলের মতো বনি ইসমাইলও ইবরাহিম (আ:) এর বংশধর, তাহলে তারাও তো পবিত্র ভুমির দাবিদার। কিন্তু ইহুদিরা সেটা মানতে চায় না কেন?
৫. কুরআনে যতবার ঈসা (আ:) এর নাম নেয়া হয়েছে ততবার তাকে কি পরিচয়ে উল্লেখ করা হয়েছে?
৬. খ্রিস্টান ধর্ম অনুসারে ’ব্যাপ্টিজম’ কি?
৭.খ্রিস্টান ধর্ম অনুসারে ’আদি পাপ’ কি ?
৮. সূরা মারিয়াম এর ১ নং আয়াতে বলা হয়েছে –”অতঃপর আমি তার কাছে আমার রুহ প্রেরণ করলাম “ এখানে রুহুল্লাহ বা আল্লাহর রুহ বলতে আসলে কাকে বোঝানো হয়েছে?
৯. খ্রিস্টানদের ত্রিতত্ববাদ অনুসারে কোন তিন সত্ত্বার সমন্বয়ে ঈশ্বর গঠিত?
১০. আল্লাহ তো জানেনই ঈসা (আ:) নিজেকে কখনো আল্লাহর পুত্র হিসেবে দাবি করেননি ।তারপরও কেয়ামতের দিনে তাকে কেন এ ব্যাপারে জিজ্ঞেস করা হবে?
১১. খ্রিস্টানরা তাদের ধর্মগ্রন্থে ঈসা (আ:) এর সব মুযিজাকে স্বীকার করলেও একটি মুযিজার ব্যাপারে উল্লেখ করে না। সেটা কি?
১২. কুরআন থেকে জানা যায় মুসা (আ:) সবসময় বনী-ইসরাইলকে সম্বোধন করেছেন ’ইয়া কাওমী’ অর্থাৎ ’হে আমার জাতি’ হিসেবে, কিন্তু ঈসা (আ:) তাদের সম্বোধন করেছেন ’ইয়া বনী-ইসরাইল’ হিসেবে । এর কারণ কি ?
কুইজ ৬
১. ইহুদিদের কিতাব অনুযায়ী দাউদের সাম্রাজ্য মাসিহর পুনঃপ্রতিষ্ঠার করার কথা। কিন্তু ঈসা (আ:) তা না করে কি কাজ করা শুরু করেছিলেন যার কারণে ইহুদিরা তাকে ভন্ড মাসিহ বলে প্রচার করতো?
২. কাদের ষড়যন্ত্রে রোমানরা ঈসা (আ:) কে ক্রশবিদ্ধ করে হত্যার উদ্যোগ নিয়েছিল?
৩. ঈসা (আ:)কে হত্যা চেষ্টার পরিণতি নিয়ে বিশ্বাসের ভিন্নতা উম্মাহকে কয় ভাগে বিভক্ত করে ও তাদের নাম কি কি?
৪. মদিনার ইহুদিরা স্পষ্টই বুঝতে পেরেছিল যে, রাসূল (সা:) ই সেই নবী যার জন্য তারা অপেক্ষা করছিল ,কিন্তু তারপরও তারা তাঁর প্রতি ঈমান আনল না কেন?
৫. যথেষ্ট সময় এবং সুযোগ পাওয়ার পরও যখন এটা প্রতীয়মান হয়েছে যে ইহুদীরা ঈমান আনবে না তখন ইহুদি আর মুসলিমরা যে ভিন্ন জাতিসত্তা তা প্রতিষ্ঠা করার প্রক্রিয়া শুরু হয় । আর এর সূচনা হয় কিভাবে?
৬. যেসব খ্রিস্টান সাধু নিজেদের খ্রিস্টধর্মের বিকৃতি থেকে যথাসম্ভব বাঁচিয়ে রেখেছিলেন এবং রাসূল (সা:) এর আগমনের ব্যাপারে ঈমান রাখতেন যে অদূর ভবিষ্যতে তিনি আসবেন কিন্তু তারা তাঁর
নবুয়্যতপ্রাপ্তির আগেই মারা গিয়েছিলেন, পরকালে তাদের পরিণতির ব্যাপারে আল্লাহ কুরআনে কি বলেছেন?
৭. যারা বর্তমানে ইসরাইল রাষ্ট্রের পৃষ্ঠপোষক ও ক্ষমতার কেন্দ্রবিন্দুতে তারা মূলত জায়োনিস্ট আন্দোলনের অংশ । এ আন্দোলনের সূচনা হয় কবে এবং এর মূল লক্ষ্য কী ছিল?
৮. জায়োনিস্ট আন্দোলনের সাথে সম্পৃক্ত অধিকাংশই ইউরোপিয়ান ইহুদি। তাদের পূর্বপুরুষরা কি কারণে ইহুদি ধর্মে রূপান্তরিত হয়েছিল?
৯. হাদিসে যে গাছকে ইহুদিদের সহায়তাকারী গাছ হিসেবে বলা হয়েছে তার নাম কি?
১০. ঈসা (আ:) যে ঈশ্বর পুত্র– খ্রিষ্টানদের এই মতবাদ একটি বিবর্তিত মতবাদ, ঐশ্বরিক মতবাদ নয়। এটা সর্বসম্মতিক্রমে খ্রিস্টধর্মের অংশ হয় কত খ্রিস্টাব্দে এবং কোন পরিষদের স্বীকৃতির মাধ্যমে?
১১. তাফসীর শাস্ত্রের মূলনীতি কি?
১২. ইহুদিরা যেখানে মারইয়ামকে ব্যভিচারিণী বলছে আর খ্রিষ্টানরা তাকে পূজনীয় বানিয়ে ফেলছে সেখানে কুরআন তাকে আখ্যায়িত করেছে ‘কনিতিনে’র একজন হিসেবে । ’কনিতিন’ অর্থ কি?
কুইজ ৭
১. শয়তানের অপরাধের মূল কারণ ছিল ‘স্বীকৃতি পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা’। আরবিতে এটাকে কী বলা হয়?
২. কোন ঘটনা উপলক্ষে খ্রিস্টানরা ’ইস্টার সানডে’ পালন করে?
৩.রোমান সৈন্যদের দ্বারা ঈসা (আ:) কে হত্যার ষড়যন্ত্র ব্যর্থ হয়েছিল। এটা আল্লাহ ইহুদীদেরকে বুঝতে দেননি কেন?
৪. কোন ঘটনার প্রেক্ষিতে খ্রিস্টানরা ধরে নিয়েছে মদ খাওয়া হালাল?
৫. পৌলের দাবি অনুযায়ী ঈসা (আ:) এর সাথে তার দেখা হয়েছিল এবং সেই আলোর ঝলকানিতে সে অন্ধপ্রায় হয়ে গিয়েছিল । তিনদিন পর সে তার দৃষ্টিশক্তি খুঁজে পায় এবং ঈসা (আ:) এর অন্ধভক্ত হয়ে যায়। এই কাহিনীতে কি অসংগতি আছে?
৬. পৌল শুধু ধর্মীয় আচার আচরণ পালন শুরু করেনি বরং ধর্মটাকেই বদলে দিয়েছিল। সে কি প্রচার করা শুরু করেছিল?
৭. ঈসা (আ:) এর শিষ্যদের বিরোধিতা সত্ত্বেও কিভাবে পৌলের শিক্ষা বেঁচে রইল এবং আজকের সময়ে জীবন্ত থাকলো?
৮. ঈসা (আ:) এর জন্ম স্থানের নাম কি?
৯.রোমান সম্রাট কনস্টানটাইন কি কারণে খ্রিস্টধর্ম গ্রহণ করেছিলেন বলে মনে করা হয়?
১০. ঈসা (আ:) এর অনুসারীদের মধ্যে সবচেয়ে জোরালো কন্ঠ ছিল কোন ব্যক্তির যাকে পরবর্তীতে নাইসিয়া ধর্মবিশ্বাসের মতো বুদ্ধিবৃত্তিকভাবে ভিত্তিহীন বিশ্বাসকে প্রতিষ্ঠিত করার জন্য বিষ প্রয়োগে হত্যা করা হয়?
১১. ক্যাথোলিক চার্চের ১৫০০ বছরের শাসনামলে একেশ্বরবাদীদের পুড়িয়ে মারা ছিল একটি নিয়মিত ঘটনা ।এভাবে ত্রিতত্ত্ববাদীরা প্রায় ১২০০ মিলিয়ন মানুষকে হত্যা করেছে। ইতিহাসে এই ঘটনা কি নামে পরিচিত?
১২. দাজ্জালের আগমন ঠেকাতে পারিনি কেন, তাদের পরিকল্পনা ব্যর্থ করতে পারিনি কেন– এসব কিছুর জন্য আল্লাহ আমাদের পাকড়াও করবেন না। এমনকি দাজ্জাল কবে আসবে সেটা অনুমান করাও আমাদের কাজ নয় । আমার হিসাব শুরু হবে আমার মৃত্যুর সাথে সাথে। তাহলে আমাদের কি করা উচিত?