কুইজ -১
১. ’হানিফ’
২. ইয়াকুব (আ:)
৩. জিহাদ এর
৪. সূরা ইউসুফ
৫. মালিক
৬. ১৫৬০ খ্রিষ্টপূবে New Kingdom এর সূচনা হওয়ার পর
৭. একজন মিশরীয়
৮. ফিরাউনকে দ্বীনের দাওয়াত দেয়ার আদেশপ্রাপ্ত হওয়ার পর
৯. জ্ঞান এবং সত্য গ্রহণের জন্য নিরপেক্ষ হৃদয়
১০. কারণ সে এমন সময়ে ইমান এনেছিল, যখন তার রূহ গলার কাছে চলে এসেছিল।
১১. যত সামান্যই হোক না কেন, আমাদের সাধ্যমতো চেষ্টা করে যেতে হবে।
১২. ঘটনার অপ্রয়োজনীয় বিবরণ উল্লেখ না করা।
কুইজ -২
১. অজ্ঞ/ মূর্খ
২. ৪০ বছর মরুভূমিতে নির্বাসন
৩. হারুন (আ:) এর উপর
৪. অনুতাপবোধ / অনুশোচনাবোধ থেকে
৫. সঠিক
৬. আল্লাহকে দেখার দাবী করেছিল
৭. হ্যা পারে, যদি মন্দ কাজের পরিমাণ বেড়ে যায়।
৮. নির্লজ্জতা
৯. আমাদের সকল জ্ঞানার্জন হবে আল্লাহর নামে, আল্লাহর দ্বীনকে সমুন্নত করার লক্ষ্যে
১০. নিজেদের আমলনামার দিকে
১১. বানর ও শূকরে পরিণত করেছিলেন
১২. অন্তরে সিলমোহর পড়ে যায়
কুইজ-৩
১. দাসত্বমূলক মনোভাব থেকে মুক্ত
২. Joshua
৩. মূসা (আ:) ও পূর্ববর্তী নবীদের পরিত্যক্ত বরকতময় কিছু বস্তুসামগ্রী, যেগুলো একটি সিন্দুকের মাঝে
স্বযত্নে রাখা ছিল।
৪. Balfour Declaration
৫. সুদ
৬. বনি মাখযুম গোত্রের উচ্চবংশীয় এক মহিলার চুরির অপরাধের শাস্তির মওকুফ বিষয়ে
৭. অন্ধ জাতীয়তাবাদ
৮. বিন ইয়ামিন এর
৯. তালুতের ঘরের সামনে ফেরেশতাদের দ্বারা Ark of the Covenant পেঁৗছে দেয়ার মাধ্যমে।
১০. গুণাগুণ
১১. লোহা
১২. কোনো পরিস্থিতিতেই এক পক্ষের কথা শুনে রায় দেয়া উচিত নয়।
কুইজ- ৪
১. দ্বীনের জ্ঞান
২. ঘোড়াগুলো কুরবানি দিয়ে দিয়েছিলেন।
৩. জাদু বিদ্যা বিষয়ক বইগুলো সিন্দুকে রেখেছিলেন।
৪. যেন মানুষ জাদু ও মুযিজার পার্থক্য বুঝতে পারে।
৫. Qabbalah
৬. জ্বীনরা গায়েব জানে—এই ভুল ধারণার
৭. নীল নদ থেকে ইউফ্রেটিস পর্যন্ত, Biblical Kingdom
৮. রাজ্যের নাম ইসরাইল, রাজধানী সামারিয়া
৯. জুডাহ ও বেনইয়ামিন, রাজধানী জেরুজালেম
১০. কোন নবীকে হত্যার মাধ্যমে বনি ইসরাইলরা নবীদের হত্যা করার প্রচলন ঘটায়?
১১. First Jews Diaspora
১২. উযাইর (আ:)
কুইজ- ৫
১. জুডাহ
২.’বনি ইসরাইল’ পরিচয়ের বদলে নিজেদের ইহুদি পরিচয় দেয়া শুরু করে।
৩. Chosen people’
৪. কারণ তাদের বক্তব্য হচ্ছে , বিবি হাজেরা (রা:) ইবরাহিম (আ:) এর বৈধ স্ত্রী ছিলেন না, দাসী ছিলেন।
তাই তাঁর গর্ভে জন্ম নেয়া ইসমাইল (আ:), ইবরাহিম (আ:) এর উপযুক্ত বংশধর হওয়ার যোগ্যতা রাখেন না।
৫. মারইয়ামের পুত্র হিসেবে।
৬. একটি প্রতীকী শুদ্ধকরণ প্রক্রিয়া
৭. আদিম (আ:) ও বিবি হাওয়ার নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনা।
৮. জিবরিল (আ:)
৯. পিতা, পুত্র আর পবিত্র আত্মা
১০. ঈসা (আ:) কে আল্লাহর পুত্র হিসেবে উপাসনা করা তার প্রতি একধরনের জুলুম, এটাতে তাঁর কোনো নিয়ন্ত্রণ নেই। তাই কিয়ামতের দিনে তাঁকে তার বক্তব্য উপস্থাপনের সুযোগ দেয়া হবে।
১১. ঈসা (আ:) এর মায়ের কোলেই কথা বলে ওঠার ঘটনা
১২. ঈসা (আ:) এর যে কোনো পিতা ছিল না, এই সত্য প্রতিষ্ঠা করার কুরআনীয় পদ্ধতি এটা।
কুইজ- ৬
১. ধর্ম সংস্কারের কাজ
২. তৎকালীন ইহুদী স্কলারদের ষড়যন্ত্রে
৩. ২ ভাগে বিভক্ত করে। ইহুদি ও খ্রিষ্টান
৪. কারণ তিনি বনিইসরাইল বংশের কেউ নন
৫. কিবলা পরিবর্তনের মধ্য দিয়ে
৬. তারা জান্নাতবাসী হবে।
৭. ১৮৯৭ সালে, ইহুদিদের জন্য একটি স্বতন্ত্র রাষ্ট্রের ব্যবস্থা করা।
৮. রাজনৈতিক কারণ
৯. গারকাদ
১০. ৩২৫ খ্রিষ্টাব্দে, নাইসিয়া পরিষদ
১১. কুরআনের এক অংশ অন্য অংশকে ব্যাখ্যা করে।
১২. নারী-পুরুষ নিবিশেষে সবার জন্য অনুসরণীয় আদর্শ
কুইজ- ৭
১. ইস্তিকবার
২. ঈসা (আ:) মৃত্যুর পর পুনরুত্থিত হয়েছিলেন এবং ফেরেশতাদের সাহায্যে ঊর্ধ্ব গমন করেছিলেন।
৩. কারণ এটাই ছিল তাদের বিরুদ্ধে আল্লাহর চক্রান্ত ।
৪. যোহনের গসপেলে উল্লেখিত আছে ঈসা (আ:) Last Supper এর সময় পানিকে মদে পরিণত করেছিলেন, যা ছিল তার একটি মুযিজা। এই ঘটনা থেকেই খ্রিস্টানরা ধরে নিয়েছে মদ খাওয়া হালাল।
৫. পৌল তো ঈসা (আ:) এর শিষ্য ছিল না, তাকে জীবদ্দশায় দেখেওনি। তাহলে সে কিভাবে বুঝল যে তার কাছে যে দেখা দিয়েছেন তিনি ঈসা (আ:)?
৬. ঈসা (আ:) ছিলেন ঈশ্বরপুত্র।
৭.পৌলের শিক্ষা তৎকালীন রোমান পৌত্তলিকধর্ম দ্বারা প্রভাবিত ছিল ফলে অইহুদীদের কাছে সেটা খুবই জনপ্রিয়তা পায়।
৮. নাজারেথ
৯. রাজনৈতিক কৌশল হিসেবে করেছিলেন ,আধ্যাত্মিক কারণে নয়
১০. অ্যারিয়ান
১১. মধ্যযুগীয় বর্বরতা
১২. দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য হাদিসে যেসব কৌশল শেখানো হয়েছে সেগুলো জেনে রাখা এবং তার উপর আমল করা।