সূরা ইউসুফ এর উপর কুইজ এর প্রশ্নগুলো দেখুন

লেখাটি শেয়ার করতে পারেন

১ম কুইজের প্রশ্ন

১) সূরা ইউসুফ এ বর্ণিত ইউসুফ (আ:)এর জীবনের ঘটনাবলীকে আল্লাহ তায়ালা………… হিসেবে অভিহিত করেছেন । শূন্যস্থান পূরণ করুন।

২) ইউসুফ (আ:) তাঁর স্বপ্নে ১১টি নক্ষত্র , সূর্য এবং চাঁদকে কি অবস্থায় দেখেছিলেন?

৩) ইয়াকুব (আ:) ইউসুফ (আ:) কে তার স্বপ্নের কথা অন্য ভাইদের কাছে বর্ণনা করতে নিষেধ করলেন ঠিকই, কিন্তু তিনি শত্রু হিসেবে চিহ্নিত করেছিলেন কাকে?

৪) ইউসুফ (আ:)কে আল্লাহ তাআলা কোন বিশেষ বিষয়ের ব্যাপারে শিক্ষা দেওয়ার অঙ্গীকার করেছিলেন?

৫) অবশ্যই ইউসুফ ও তাঁর ভাইদের কাহিনীতে……….. জন্য অনেক নিদর্শন রয়েছে। শূন্যস্থানটি পূরণ করুন

৬) ইউসুফ (আ:) ও তার ভাই ছিল তাদের পিতার নিকট বেশি প্রিয়। এই বিষয়টিকে তাদের বৈমাত্রেয় ভাইয়েরা

তাদের পিতার বিভ্রান্তি মনে করতো। কেন তারা নিজেদেরকে superior মনে করতো? কারণ তারা ছিল একটি

………………..। শূণ্যস্থান পূরণ করুন।

৭) ইউসুফ (আ:) এর ভাইয়েরা যখন তাকে তাদের সাথে আনন্দভ্রমণে নিয়ে যাওয়ার ব্যাপারে তাদের পিতার অনুমতি চাইতে গেল, তখন পিতার সামনে নিজেদেরকে কি হিসেবে উপস্থাপন করলো?

৮) ইউসুফ (আ:) এর ভাইয়েরা যখন তাকে অন্ধকূপে নিক্ষেপ করার ব্যাপারে একমত হলো তখন আল্লাহ তা’আলা ইউসুফকে ওহীর মাধ্যমে কি জানিয়ে দিলেন?

৯) ইউসুফ (আ:) এর ভাইয়েরা যখন তাদের পিতার কাছে ইউসুফকে নেকড়ে বাঘ খেয়ে  ফেলার কাহিনী বললো, তখন ইয়াকুব (আ:) সেটা বিশ্বাস না করে বরং কোন বিষয়টি উত্তম হিসেবে গ্রহণ করার কথা বললেন?

১০) আর সে যখন পূর্ণ যৌবনে উপনীত হলো তখন আমরা তাকে হিকমত ও জ্ঞান দান করলাম। আর এভাবেই আমরা…………… পুরস্কৃত করি । শূন্যস্থান পূরণ করুন।

২য় কুইজের প্রশ্ন

১) সূরা ইউসুফ অনুযায়ী ইউসুফ আলাইহিস সালামকে যে কুপ্ররোচনা দিল সেই নারীর পরিচয় কুরআনে কি বলা হয়েছে?

২) সূরা ইউসুফ অনুযায়ী ঐ নারী যখন দরজাগুলো বন্ধ করে দিল তখন ইউসুফ আলাইহিস সালাম কি বললেন?

৩) ”আর সে মহিলা তো তার প্রতি আসক্ত হয়েছিল এবং তিনি আসক্ত হয়ে পড়তেন যদি না তিনি…………………..  “ শূন্যস্থান পূরণ করুন।

৪) গৃহকর্তা কিভাবে বুঝতে পারলো যে তার স্ত্রী প্রকৃত অপরাধী? কারণ ইউসুফ (আ:) এর জামা …..

দিক থেকে ছেঁড়া ছিল। শূন্যস্থান পূরণ করুন।

৫) নগরের মহিলারা ইউসুফ আঃ কে দেখার পর তার সৌন্দর্যে অভিভূত হয় তাঁকে কার সাথে তুলনা করলেন?

৬) ইউসুফ আলাইহিস সালাম বললেন, ”হে আমার রব! আপনি যদি তাদের ছলনা থেকে আমাকে রক্ষা না করেন তবে আমি তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়বো এবং অজ্ঞদের অন্তর্ভুক্ত হবো।” এই আয়াতের তাফসির অনুসারে কোনটি মানুষকে গুনাহের কাজ থেকে বিরত রাখে?

৭) কারাগারের অভ্যন্তরে দুইজন যুবক যখন ইউসুফ আঃ এর কাছে তাদের স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলো তখন তিনি তাদের প্রশ্নের উত্তর দেয়ার পূর্বে তাদেরকে কিসের দাওয়াত দিলেন?

৮) যে বন্দী মুক্তি পেয়েছিল সে ফিরে গিয়ে তার মনিবের কাছে ইউসুফ আলাইহিস সালামের কথা বলল না কেন?

৯) মিশরের বাদশাহ কি স্বপ্ন দেখেছিলেন?

১০) রাজা যখন দূত মারফত ইউসুফ (আ:) কে কারাগার থেকে বের করে তার কাছে নিয়ে যেতে বললেন তখন কি তিনি সাথে সাথে এ সুযোগ গ্রহণ করেছিলেন?

৩য় কুইজের প্রশ্ন

১) সূরা ইউসুফ এর ৫২ নং আয়াত অনুযায়ী ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে মুক্তির পূর্বে এই বিষয়টি সুস্পষ্ট করতে চেয়েছিলেন যে,তিনি যার গৃহে প্রতিপালিত হয়েছিলেন তার অনুপস্থিতিতে তিনি তার সাথে ……….করেননি। শূন্যস্থান পূরণ করুন।

২) সূরা ইউসুফ এর ৫৩ নং আয়াতে ইউসুফ আলাইহিস সালাম বলেন , ”আর আমি নিজেকে নির্দোষ মনে করি না কেননা নিশ্চয়ই মানুষের———- খারাপ কাজের নির্দেশ দিয়ে থাকে।” শূন্যস্থান পূরণ করুন।

৩)  ইউসুফ আলাইহিস সালামকে মিশরের কোন ক্ষেত্রের কর্তৃত্ব প্রদান করা হলো?

৪) ইয়াকুব আলাই সালাম এর জন্মভূমি কোথায় ছিল?

৫) ইউসুফ আলাইহিস সালাম পরেরবার খাদ্যসামগ্রী বরাদ্দ পাওয়ার জন্য তার ভাইদের কি শর্ত দিয়েছিলেন?

৬) ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যেন প্রথমবার মালপত্র নিয়ে যাওয়ার পর পুনরায় ফিরে আসতে পারে সেজন্য তিনি কর্মচারীদের কি নির্দেশ দিয়েছিলেন?

৭) দ্বিতীয়বার মিশরে যাওয়ার সময় ইয়াকুব আলাইহিস সালাম তার পুত্রদের কিভাবে প্রবেশ করতে বলেছিলেন?

৮) ইউসুফ আলাইহিস সালাম তার সহোদরকে  নিজের কাছে রেখে দেওয়ার জন্য কি কৌশল অবলম্বন করলেন?

৯) ইব্রাহিমের শরীয়তের বিধান অনুযায়ী চোরের শাস্তি কি ছিল?

১০) ”আমি তো আমার দুঃখ , অস্থিরতা আল্লাহর সমীপেই নিবেদন করছি “—কে ,কি প্রসঙ্গে এই কথা বলেছিলেন?

৪র্থ কুইজের প্রশ্ন

১) ”নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হয় না………… ব্যতীত।” শূন্যস্থান পূরণ করুন।

২) উপরোক্ত কথাটি কে, কি প্রসঙ্গে বলেছিলেন?

৩) ইউসুফ (আ:) যখন তার ভাইদের কাছে নিজের পরিচয় প্রকাশ করলেন তখন  তারা তাদের পূবের অপরাধ স্বীকার করে কি বললেন?

৪) ইয়াকুব আলাইহিস সালাম তার দৃষ্টিশক্তি ফিরে পেলেন কিভাবে?

৫) পিতা, মাতা ও ভাইদের সাথে পুনর্মিলনের পর ইউসুফ আলাইহিস সালাম তাকে প্রদত্ত নিয়ামতগুলোর কথা  উল্লেখ করে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। এটা থেকে আমরা দুআ করার একটি আদব শিখতে পারি,তা হলো আল্লাহরা কাছে কোনো দুআ করার আগে তার দেয়া নিয়ামতগুলোর কথা উল্লেখ করলে দুআ কবুলের সম্ভাবনা বেড়ে যায়। ইউসুফ আলাইহিস সালাম তাকে প্রদত্ত কোন কোন নিয়ামতগুলোর কথা  উল্লেখ করেছিলেন? দুটি উদাহরণ দিন।

৬) পিতা, মাতা ও ভাইদের সাথে পুনর্মিলনের পর ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া করলেন। এই দোয়াতে তিনি নিজের সম্পর্কে কি প্রার্থনা করলেন?

৭) আল্লাহ তায়ালা নবীদেরকে ওহীর মাধ্যমে কি জানাতেন?

৮) ” তাদের বেশিরভাগ আল্লাহর উপর ঈমান রাখে তবে তার সাথে শিরক করা অবস্থায়।” এরকম কয়েকটি শিরকের উদাহরণ দিন।

৯) সূরা ইউসুফের ১০৮ নং আয়াতে ইউসুফ (আ:) বলেন, ”এটাই আমার পথ, আল্লাহর প্রতি মানুষকে আমি ডাকি ………..।” শূন্যস্থান পূরণ করুন।

১০) নবীদের বৃত্তান্তে কোন ধরনের ব্যক্তিদের জন্য  শিক্ষা রয়েছে?


লেখাটি শেয়ার করতে পারেন