১ম কুইজের উত্তর
১) উত্তম কাহিনী
২) ইউসুফ (আ:) এর প্রতি সিজদাবনত অবস্থায়।
৩) শয়তানকে।
৪) স্বপ্নের ব্যাখ্যা বিষয়ে।
৫) জিজ্ঞাসুদের।
৬) সংহত দল।
৭) শুভাকাঙ্খী
৮) একদিন তিনি তাঁর ভাইদেরকে তাঁদের এই কুকর্মের কথা ব্যক্ত করবেন এমতাবস্থায় যে তারা তাকে চিনতে পারবে না।
৯) ধৈর্য্যধারণ করা।
১০) ইহসানকারীদেরকে
২য় কুইজের উত্তর
১) ’যে মহিলার ঘরে তিনি থাকতেন’।
২) আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি।
৩) তার রবের নিদর্শন দেখতে পেতেন
৪) পিছন
৫) মহান ফেরেশতা
৬) জ্ঞান
৭) তাওহীদের
৮) শয়তান তাকে ভুলিয়ে দিয়েছিল
৯) সাতটি মোটা-তাজা গাভীকে সাতটি দুর্বল গাভী খেয়ে ফেলছে, সাতটি সবুজ শীষ ও অপর সাতটি শুষ্ক।
১০) না
৩য় কুইজের উত্তর
১) বিশ্বাসঘাতকতা
২) নাফস
৩) ধনভান্ডারের
৪) কেনান
৫) তারা যেন পরের বার তাদের বৈমাত্রেয় ভাইকে সঙ্গে নিয়ে আসে।
৬) তারা যে পণ্য মূল্য দিয়েছে তা মালপত্রের মধ্যে রেখে দিতে।
৭) এক দরজা দিয়ে নয়, ভিন্ন ভিন্ন দরজা দিয়ে
৮) তার মালপত্রের মধ্যে পানপাত্র রেখে দিলেন।
৯) যে ব্যক্তির সম্পদ সে চুরি করেছে তাকে তার দাসত্ব করতে হবে।
১০) ইউসুফ আলাইহিস সালামের কথা স্মরণ করে যখন তার ভাইরা ইয়াকুব আলাইহিস সালামকে তিরস্কার করল তখন তিনি বলেছিলেন।
৪র্থ কুইজের উত্তর
১) কাফির সম্প্রদায়
২) ইয়াকুব (আ:) । যখন তিনি ইউসুফ ও তার সহোদর ভাইয়ের খোঁজ করার জন্য তার অন্যান্য পুত্রদের নির্দেশ দিলেন।
৩) আল্লাহ নিশ্চয়ই তোমাকে আমাদের উপর প্রাধান্য দিয়েছেন।
৪) ইউসুফ আলাই সালাম এর জামা তার চেহারার ওপর রাখার পর।
৫) কারাগার থেকে মুক্ত করেছেন, রাষ্ট্রক্ষমতা দান করেছেন।
৬) আল্লাহ যেন তাকে মুসলিম হিসেবে মৃত্যু দেন এবং সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত করেন।
৭) গায়েবের সংবাদ
৮) পীর মাজারের ইবাদত করা, রিয়া, আল্লাহ ব্যতীত অন্য কারোর নামে মানত করা
৯) জেনে-বুঝে
১০) বোধশক্তিসম্পন্ন