‘The verses of Quran related to Adam (A) and Iblish’ সিরিজ থেকে কুইজ এর প্রশ্নগুলো দেখুন

লেখাটি শেয়ার করতে পারেন

১ম কুইজের প্রশ্ন

১) মহান আল্লাহ তায়ালা যখন ফেরেশতাদেরকে আদম (আ:) এর সৃষ্টি সম্পর্কে অবহিত করতে চাইলেন তখন তিনি তাদেরকে বললেন,

” আমি পৃথিবীতে একজন…………… সৃষ্টি করছি।” (সুরা বাকারাহ: ৩০)।

 শূন্যস্থানে কোন শব্দ বসবে এবং তাফসীর অনুসারে এই শব্দের অর্থ কি?

২) ফেরেশতারা যখন আশঙ্কা প্রকাশ করলেন যে নতুন সৃষ্টি হয়তো জমিনে দাঙ্গা-হাঙ্গামার সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে তখন তার উত্তরে আল্লাহ তাদের কি বলেছিলেন?

৩)  সুরা আ’রাফের ১১ নং আয়াতে বলা হয়েছে, ”আর অবশ্যই আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি, তারপর আমরা তোমাদের আকৃতি প্রদান করেছি।”

তাফসীর অনুসারে ‘আকৃতি প্রদান দ্বারা কি বোঝানো হয়েছে?

৪) আদম(আ:) কে সৃষ্টির প্রক্রিয়া কেমন ছিল? প্রথমে কাদামাটি থেকে শরীর সৃষ্টি করলেন, তারপর কি করলেন?

৫) আল্লাহতাআলা আদম (আ:)কে কিসের নাম শিখিয়েছিলেন?

৬. আদম আলাই সালাম যখন সব প্রশ্নের সঠিক উত্তর দিলেন তখন আল্লাহ বললেন, “আমি সেসব বিষয়েও জানি, যা তোমরা প্রকাশ করো আর যা তোমরা গোপন করো।”

 তাফসির অনুসারে এখানে কোন গোপন বিষয়ে জানার কথা বলা হয়েছে?

৭. আল্লাহতাআলা যখন আদম (আ:) কে সিজদাহ করতে বললেন, তখন সে তা করতে অস্বীকার করলো। এর কারণ হিসেবে সে কি বললো?

৮. আল্লাহর আদেশ অমান্য করার মাধ্যমে ইবলিশ কাদের  অন্তর্ভূক্ত হয়ে গেল?

৯. ইবলিশ মূলত কি কারণে জান্নাত থেকে বিতাড়িত হলো? আদম (আ:)কে সিজদা না করার কারণে নাকি তার অহংকার প্রকাশের কারণে?

১০. ফেরেশতাদেরকে জন্মগতভাবে আনুগত্যশীল হিসেবে সৃষ্টি করা হয়েছে কিন্তু জ্বীনরা স্বাধীন ক্ষমতা সম্পন্ন সৃষ্টি। (সূরা কাহাফ: ৫০)

ইবলিশ কাদের অন্তর্ভুক্ত ছিল? ফেরেশতা নাকি জ্বীন? 

২য় কুইজের প্রশ্ন

১. ইবলিশ যখন পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ চেয়ে দুআ করলো তখন আল্লাহকে কি বলে সম্বোধন করেছিল?

২. আল্লাহ ইবলিশের দুআ কবুল করার মাধ্যমে কি এটা প্রমাণিত হয় যে, কাফিরদের দুআও কবুল হয়? উত্তরের পক্ষে যুক্তি দিন।

৩) ”ইবলিশ বলল আপনি যে আমাকে পথভ্রষ্ট করলেন সে কারণে অবশ্যই আমি আপনার …………মানুষের জন্য বসে থাকব।” (সূরা আরাফ ১৬)

শূন্যস্থান পূরণ করুন।

৪) সুরা আ’রাফের ১৭ নং আয়াত অনুসারে ইবলিশ মানুষকে আক্রমণ করবে ডান দিক থেকে এবং বাম দিক থেকে। ডান দিক থেকে আসার অর্থ কি এবং বাম দিক থেকে আসার অর্থ  কি?  

৫) সুরা আ’রাফের ১৭ নং আয়াত অনুসারে ইবলিশ মানুষকে সামনের দিক আক্রমণ করবে এবং পেছনের দিক থেকে আক্রমণ করবে। এটার অর্থ কি?

৬) সূরা ইসরার ৬৪ নং আয়াত অনুসারে শয়তানের অশ্বারোহী ও পদাতিক বাহিনী দ্বারা কাদের বোঝানো হয়েছে?

৭) সূরা ইসরার ৬৪ নং আয়াত অনুসারে শয়তানের কণ্ঠস্বর বা আওয়াজ বলতে কি বুঝানো হয়েছে?

৮) শয়তানের প্রতিজ্ঞা অনুযায়ী সে জমিনে সবাইকে বিপথগামী করতে সচেষ্ট হবে কিন্তু কুরআন অনুসারে কাদের উপর শয়তানের প্রভাব কার্যকরী হবে না?  (সূরা হিজর:৪০)

৯) সূরা ত্বাহার ১১৮-১১৯ নং আয়াত অনুযায়ী আদম (আ:) ও হাওয়া (আ:)কে জান্নাতে কোন ৪টি নেয়ামত দেয়া হয়েছিল ?

১০) আদম আলাই সালাম ও তার স্ত্রী যদি জান্নাতে থাকাকালীন নিষিদ্ধ গাছের নিকটবর্তী হয় তবে তারা কাদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে বলে সতর্ক করা হয়েছিল?

৩য় কুইজের প্রশ্ন

১) শয়তান আদম (আ:) ও হাওয়া (আ:)কে নিষিদ্ধ গাছের প্রতি আকৃষ্ট করার জন্য সেই গাছকে কি বিশেষণে বিশেষিত করেছিল?

 ২) ইবলিস আদম (আ:) ও হাওয়া (আ:)কে নিষিদ্ধ গাছের ব্যাপারে ধোঁকা দেওয়ার সময় নিজেকে তাদের কি হিসেবে অভিহিত করেছিল?

৩) ”অতঃপর শয়তান সেখান থেকে তাদের……… ঘটালো এবং তারা যেখানে ছিল সেখান থেকে তাদেরকে বের করল। “ শূন্যস্থানের সঠিক শব্দ বসান।

৪) আদম ও হাওয়া আলাইহিস সালাম যখন নিষিদ্ধ গাছের ফল খেলেন তখন প্রথমেই তাদের কি প্রকাশিত হয়ে পড়েছিল?

৫) আদম আলাই সালাম কে আল্লাহতালা ক্ষমা প্রার্থনার জন্য যে বাণী শিখিয়ে দিলেন তা কুরআনের কোন সূরায় উল্লেখিত আছে?

৬) আদম (আ:) ও ইবলিশকে দুনিয়াতে প্রেরণ করার সময় পরষ্পরের কি হিসেবে প্রেরণ করা হয়েছে?

৭) সূরা বাকারার ৩৮ নং আয়াত অনুযায়ী দুনিয়াতে যারা আসমানি হেদায়েত অনুসরণ করবে তাদের জন্য কোন দুটি পুরস্কার ঘোষণা করা হয়েছে?

৮) সূরা ত্বাহা’র ১২৪ নং আয়াত অনুসারে দুনিয়াতে যারা আল্লাহর স্মরণ থেকে বিমুখ থাকবে তাদের জীবিকা কেমন হবে?

৯) সূরা ত্বাহা’র ১২৪ নং আয়াত অনুসারে দুনিয়াতে যারা আল্লাহর স্মরণ থেকে বিমুখ থাকবে

তাদেরকে কেয়ামতের দিন কি অবস্থায় জমায়েত করা হবে?

১০) ইবলিশ এবং আদম (আ:) দুজনেই আল্লাহর আদেশ অমান্য করেছিলেন কিন্তু তারপর তাদের আচরণের মধ্যে মূল পার্থক্য কি?


লেখাটি শেয়ার করতে পারেন