১ম কুইজের প্রশ্নের উত্তর
১. খলীফা, প্রতিনিধি
২. নিশ্চয়ই আমি যা জানি, তোমরা তা জানো না।
৩. আদম (আ:) এর সন্তানদের কথা বোঝানো হয়েছে।
৪. তারপর শরীরে রূহ সঞ্চার করলেন।
৫. যাবতীয় সবকিছুর নাম
৬. ইবলিশের মনের মধ্যে যে গর্ব/ অহংকার লুকিয়ে ছিল।
৭. ”আমি তার চেয়ে শ্রেষ্ঠ, আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন এবং তাকে কাদামাটি দিয়ে সৃষ্টি করেছেন।”
৮. কাফিরদের।
৯. অহংকার প্রকাশের কারণে
১০. জ্বীন
২য় কুইজের প্রশ্ন-উত্তর
১. হে আমার রব!
২. কাফিরের দুআ দুনিয়াতে কবুল হতে পারে, কিন্ত আখিরাতে কবুল হবে না।
৩. সরল পথে
৪. ডান দিক থেকে আসার অর্থ নেক কাজের মধ্য দিয়ে আসা এবং বাম দিক থেকে আসার অর্থ গুনাহের দিক দিয়ে আসা।
৫. সামনের দিক থেকে আসবে এটার অর্থ দুনিয়ায় আসবে এবং পেছনদিক থেকে আসবে এটার অর্থ আখিরাতে আসবে।
৬. যারা কুফরের সমর্থনে যুদ্ধ করতে যায় তাদের অশ্বারোহী ও পদাতিক বাহিনীকে বুঝানো হয়েছে।
৭.গান, বাদ্যযন্ত্রের আওয়াজ
৮. আল্লাহর মনোনীত বান্দাদের উপর
৯. খাদ্য, পানীয়, বস্ত্র, বাসস্থান,
১০. জালিমদের
৩য় কুইজের উত্তর
১. অনন্ত জীবনদায়িনী গাছ।
২. শুভাকাঙ্খী
৩. পদস্খলন
৪. তাদের লজ্জাস্থান
৫. সূরা আরাফ ২৩
৬. শত্রু হিসেবে
৭. তাদের কোনো ভয় থাকবে না এবং তারা চিন্তাগ্রস্ত হবে না।
৮. সংকীর্ণ / সংকুচিত
৯. অন্ধ অবস্থায়
১০. ইবলিশ ক্ষমা প্রার্থনা না করে আরও ঔদ্ধত্য প্রকাশ করেছিল কিন্তু আদম (আ:)অনুতপ্ত হয়ে তওবা করেছিলেন।