“The verses of Quran on the Prophet Ibrahim (A.)” সিরিজ থেকে কুইজ এর প্রশ্ন

লেখাটি শেয়ার করতে পারেন

১ম কুইজ

১. সূরা নাহলের ১২০ নং আয়াতে ইব্রাহিম (আ:) কে  “একাই একটি উম্মাতের সমান” হিসেবে অভিহিত করা হয়েছে, কেন?

২. সূরা নাহলের ১২৩ নং আয়াতে , সুরা বাকারার ১৩০ নং আয়াতে, সূরা আল ইমরান এর ৯৫ নং আয়াতে আমাদের কিসের অনুসরণ করতে বলা হয়েছে?

৩. সূরা আল ইমরানের ৬৫ নং আয়াত অনুযায়ী ইব্রাহীম (আ:) ইহুদী বা নাসারা হতে পারেন না, কেন?

৪. সূরা বাকারার ১৩২ নং আয়াত অনুযায়ী ইব্রাহীম আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাম তাদের ছেলেদের অন্তিম কি উপদেশ দিয়েছিলেন?

৫. ইব্রাহিম (আ:) এর পিতা এবং তার জাতির অন্যান্য লোকেরা মূতি পূজা করতো, কিন্তু ইব্রাহিম (আ:) যখন তার পিতাকে দাওয়াত দিলেন তখন তাকে কার ইবাদত করতে নিষেধ করলেন?

৬. ইব্রাহিম (আ:) এর পিতা তাকে কিভাবে হত্যা করতে চেয়েছিলেন?

৭. ইব্রাহিম (আ:) এবং তার পিতার কথোপকথন থেকে আমরা কারও সাথে সম্পর্ক ছিন্ন করার ভদ্রস্থ কি পন্থা শিখতে পারি?

৮. ইব্রাহিম (আ:) যখন আল্লাহর জন্য নিজ গৃহ, পরিবার ও তাদের দেব-দেবীকে পরিত্যাগ করলেন এরপর আল্লাহ তাকে কি পুরষ্কার দান করলেন?

৯. সূরা মারইয়ামের ৪১ নং আয়াতে ইব্রাহিম (আ:)কে কি নামে অভিহিত করা হয়েছে?

১০. কুরআনে ইব্রাহিম (আ:)এর চরিত্রের কোন দিকটি উল্লেখ করা হয়েছে?

##############################################################

২য় কুইজ

১) সূরা আনআমের ৮২ নং আয়াতে বলা হয়েছে, “যারা ঈমানকে যুলুম দ্বারা কলুষিত করেননি , নিরাপত্তা তাদের জন্যই।“ এখানে যুলুম শব্দটি দ্বারা কোন গুনাহকে বোঝানো হয়েছে?

২) সূরা  আস-সাফাতের ৮৯ নং আয়াত অনুযায়ী ইব্রাহিম( আ:) উৎসবে না যাওয়ার জন্য বলেছিলেন- “আমি তো অসুস্থ” । এখানে কোন ধরনের অসুস্থতার কথা বোঝানো হয়েছে?

৩) ) ইব্রাহিম (আ:) সবগুলো মূর্তিকে চূর্ণবিচূর্ণ করে দিয়েছিলেন, শুধু বড় মূর্তিটাকে অক্ষত রেখেছিলেন কেন?

৪) ইব্রাহিম (আ:)  যখন নমরুদের সাথে আল্লাহর শ্রেষ্ঠত্ব নিয়ে বিতর্ক করছিলেন তখন তাকে কোন প্রাকৃতিক ঘটনার পরিবর্তন ঘটানোর চ্যালেঞ্জ দিয়েছিলেন?

৫)  সূরা আম্বিয়ার ২১ নং আয়াতে বলা হয়েছে ,”আমি বললাম, হে আগুন! তুমি শীতল ও____ হয়ে যাও ইব্রাহিমের জন্য।” শূন্যস্থান টি পূরণ করুন। 

৬) ইব্রাহিম (আ:) এর জন্য আগুন ঠান্ডা হয়ে যাওয়ার মুজিজা দেখে সর্বপ্রথম তাঁর প্রতি বিশ্বাস স্থাপন করেন কে?

৭) সূরা আশ-শুয়ারা ৮৭ নং আয়াত অনুযায়ী ইব্রাহিম (আ:) আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে, কেয়ামতের দিনে যেন তাকে লাঞ্ছিত না করা হয়। তিনি নিজে একজন নবী হওয়ার পরও কোন ব্যাপারে লাঞ্ছিত হওয়ার আশঙ্কা করেছিলেন?

৮) সূরা আস-সাফাতের ১০১ নং আয়াত অনুযায়ী আল্লাহ ইব্রাহিম (আ)কে যে পুত্র সন্তানের সুসংবাদ দিয়েছিলেন তার চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হবে বলা হয়েছিল?

৯) সূরা ইব্রাহিমের ৩৫ নং আয়াতে ইব্রাহিম (আ:) কোন শহরের নিরাপত্তার জন্য দোয়া করেছিলেন ?

১০) ইব্রাহিম (আ:) যখন তার প্রিয় সন্তানকে মরুভূমিতে রেখে চলে যাচ্ছিলেন তখন তিনি একটি অসাধারণ দোয়া করেন। এই দোয়ায় তিনি তাঁর বংশধররা যেন একটি ইবাদত পালন করে সে ব্যাপারে আবেদন করেছিলেন। সেই ইবাদতটি কি?

#################################################################

৩য় কুইজ

১)  ইব্রাহিম (আ:) তাঁর বংশধরদের ফসলহীন উপত্যকায় রেখে যাওয়ার সময় তাদের কোন ধরনের রিজিক প্রদান করার জন্য আল্লাহর কাছে দোয়া করেন?

২) সূরা আয যারিয়াত এর ২৮ নং আয়াত অনুযায়ী ফেরেশতারা যখন ইব্রাহিম (আ:) কে দ্বিতীয় পুত্র সন্তানের সুসংবাদ দিল তখন তাঁর কোন চারিত্রিক বৈশিষ্ট্যের  কথা উল্লেখ করেছিলেন?

৩) সূরা ইব্রাহিম এর ৩৯ নং আয়াত অনুযায়ী ইব্রাহিম (আ:) বলেন,” সকল প্রশংসা আল্লাহর, যিনি বৃদ্ধ বয়সে আমাকে ইসমাইল ও ইসহাক কে দান করেছেন। নিশ্চয়ই আমার রব _______ ।” শূন্যস্থানটি পূরণ করুন।

৪) সূরা ইব্রাহিমের ৩৫ নং আয়াতে ইব্রাহিম (আ:) তার সন্তানরা কোন গুনাহ থেকে যেন দূরে থাকে সেই দোয়া করেছেন ?

৫)  সূরা হাজ্ব এর ২৬ নং আয়াত অনুযায়ী  ইব্রাহিম (আ:) কে বাইতুল্লাহ নির্মাণের দায়িত্ব দেওয়ার পর এই ঘরকে কাদের জন্য পবিত্র রাখার নির্দেশ দেয়া হয়?

৬) ইব্রাহিম (আ:) ও ইসমাইল (আ:) যখন কাবা ঘরের ভিত্তি স্থাপন করছিলেন তখন আল্লাহ যেন তাদের এই কাজ কবুল করে নেন সেই দোয়া করেছিলেন। এ সময় তারা আল্লাহকে ”হে আমার রব” বলে সম্বোধন করে দোয়া আরম্ভ করেছিলেন। এই  সম্বোধন থেকে আমরা কি শিক্ষা পেতে পারি?

৭) সূরা ইমরানের ৩ নং আয়াতে বলা হয়েছে, “নিশ্চয়ই মানবজাতির জন্য সর্বপ্রথম যে ঘর প্রতিষ্ঠিত হয়েছিল তা মক্কায়, যা ________ ও হৃদয়ের বিশ্ববাসীর জন্য ।” শূন্যস্থানটি পূরণ করুন।

৮) ইব্রাহিম (আ:) আল্লাহর কাছে কোন  ইবাদতের বিধি-বিধান দেখিয়ে দেয়ার জন্য দোয়া করেছিলেন?

৯)  ইব্রাহিম (আ:) দোয়া করেছিলেন আল্লাহ যেন তাঁর বংশধরদের মধ্য থেকে এমন একজন রাসূল প্রেরণ করেন যিনি আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করবেন, কিতাব ও হিকমত শিক্ষা দিবেন এবং পরিশুদ্ধ করবেন । তাঁর এই দোয়া কবুলের ফলাফল হিসেবে আমরা কোন রাসূলকে পেয়েছি?

১০) লুত (আঃ )এর সম্প্রদায়ের উপর কি নিক্ষেপ করে শাস্তি দেওয়া হয়েছিল?


লেখাটি শেয়ার করতে পারেন