১ম কুইজ
১. কারণ যখন দুনিয়ায় কোনো মুসলিম ছিল না, তিনি একাই ছিলেন ইসলামের পতাকাবাহী।
২. মিল্লাতে ইব্রাহিম
৩. কারণ তাওরাত ও ইঞ্জীল তারঁ আগমনের পর নাযিল হয়েছে।
৪. তারা যেন মুসলিম (আত্মসমপর্ণকারী) না হয়ে মারা না যায়।
৫. শয়তানের ( সূরা মারইয়ামের ৪৪ নং আয়াত অনুযায়ী)
৬. পাথর ছুঁড়ে
৭. ”সালাম” বলে পৃথক হয়ে যাওয়া (সূরা মারইয়ামের ৪৭ নং আয়াত অনুযায়ী)
৮. ইসহাক (আ:) এবং ইয়াকুব (আ:) এবং তাদের প্রত্যেককে নবী করলেন।( সূরা মারইয়ামের ৪৯ নং আয়াত অনুযায়ী)
৯. সিদ্দীক
১০. কোমল হৃদয়
##########################################################
২য় কুইজ
১. শিরকের গুনাহ।
২. মানসিক অসুস্থতা
৩. যেন তিনি বড় মূর্তিকে ছোট মূর্তিগুলো ভাঙ্গার জন্য দায়ী করতে পারেন।
৪. সূর্যকে পশ্চিম দিক থেকে উদিত করতে বলেছিলেন।
৫. নিরাপদ
৬. লুত (আ)
৭. কেয়ামত দিবসে তার পিতাকে কুৎসিত অবস্থায় দেখার ব্যাপারে।
৮. ধৈর্যশীল
৯. মক্কা নগরী
১০. যেন তারা সালাত কায়েম করে।
##########################################################
৩য় কুইজ
১. ফল-ফলাদি
২. জ্ঞানী
৩. দোয়া শ্রবণকারী।
৪. মূর্তি পূজা
৫. তাওয়াফকারী, সালাতে দন্ডায়মান এবং রুকু ও সিজদাকারীদের জন্য।
৬. দোয়া করার একটি কৌশল।
৭. বরকতময়
৮. হজ্ব
৯.হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
১০. শক্ত মাটির ঢেলা নিক্ষেপ করে