কুইজ নং -১
১-১৯ পৃষ্ঠা (পিডিএফ ফাইল অনুযায়ী)
১. সূরা কাহাফের ফজিলত এর ব্যাপারে আমরা কোন উৎস থেকে জানতে পারি ?
২.সহিহ হাদিস অনুযায়ী দাজ্জালের ফিতনার মতো অনুরূপ ফিতনার মুখোমুখি মানুষ কোথায় হবে?
৩. রাসূল (সা:) সাহাবীদেরকে দাজ্জালের চেয়েও ভয়ঙ্কর কোন বিষয়ে সংবাদ দিয়েছিলেন?
৪.সূরা জুমুআতে ইহুদিদের ভারবাহী গাধার মতো বলা হয়েছে। এটার অর্থ কি?
৫. ইহুদিদের আরেকটি বৈশিষ্ট্য হলো ওরা খুব বেশি ফিকহ, মাসআলা,মাসায়েল নিয়ে আছন্ন হয়ে গিয়েছিল? এর অর্থ কি?
৬. ফিকহ এর একটি বেসিক উসুল কি?
৭. খ্রিস্টানদের কোন বৈশিষ্ট্য থেকে আমাদের আশ্রয় চাওয়া উচিত?
৮. আমাদের জীবদ্দশায় ব্যক্তি দাজ্জাল না আসলেও দাজ্জালের ফিতনা একটা ……….যেটা নানারূপে
আমাদের জীবনে আসতে পারে । শূন্যস্থানে সঠিক শব্দ বসান ।
৯.সহিহ হাদিস অনুযায়ী কেয়ামতের আগে মানুষ কিসের বিনিময়ে তাদের ধর্ম বিক্রি করে দেবে?
১০. দাজ্জাল কোন কোন বিষয়ে ফিতনায় ফেলে মানুষকে প্রলুব্ধ করতে চাইবে?
১১. যখন একটি সূরার কোন নির্দিষ্ট ফজিলত থাকে তখন ঐ সূরার …………….সাথে ফজিলতের গভীর সম্পর্ক থাকে। শূন্যস্থানে সঠিক শব্দ বসান।
১২. কুরআনের রুকিয়ার আয়াতগুলিতে মূলত কোন দুটি বিষয় সম্পর্কে জানানো হয়েছে?
১৩. সূরা কাহাফ মুখস্থ থাকা সত্বেও আমরা সম্পদ, জ্ঞান ,ঈমান ও ক্ষমতার পরীক্ষায় উত্তীর্ণ নাও হতে পারি। কেন?
১৪. কাহাফের 23 নং আয়াত থেকে আমরা কোন বিষয়ে রেফারেন্স পাই?
১৫ মদিনার ইহুদিদের শিখিয়ে দেয়া রূহ বিষয়ক প্রশ্নের ব্যাপারে আল্লাহ কোন সূরার কোন আয়াতে জানিয়েছেন?
১৬.মদিনার ইহুদিরা এমন সব বিষয়ে প্রশ্ন করেছিলো যেগুলোর ব্যাপারে………… বিরাজমান ছিল।
শূন্যস্থানে সঠিক শব্দ বসান।
১৭. বিতর্কিত বিষয় নিয়ে প্রশ্ন করলে প্রশ্নকর্তার দুটি সুবিধা থাকে। একটি হলো নিজেকে Commanding Position এ নিয়ে যাওয়া যায় । আরেকটি কি?
১৮.আল্লাহতাআলা গুহাবাসী এবং জুলকারনাইনের ঘটনার ব্যাপারে সকল অপ্রয়োজনীয় ইস্যু বাদ দিয়ে কিসের ব্যাপারে ফোকাস করে আয়াত নাযিল করেন?
১৯. মদিনার ইহুদিদের শিখিয়ে দেয়া প্রশ্নের জবাবে আল্লাহ যেভাবে উত্তর দিলেন তা থেকে আমরা বর্তমান সময়ে ইসলামের বিরুদ্ধে বুদ্ধিবৃত্তিক যুদ্ধে জয়ী হওয়ার একটি কৌশল শিখতে পারি। সেটা কি?
২০. সূরা ফাতিহায় আমরা ’যাদের উপর অভিশাপ’ এবং ’যারা পথভ্রষ্ট ’—–তাদের মতো হওয়া থেকে আশ্রয় চাই। এখানে অভিশপ্ত এবং পথভ্রষ্ট বলতে যথাক্রমে কাদের বোঝানো হয়েছে?
###############################################################################
কুইজ নং ২
২০-৩৫ পৃষ্ঠা (পিডিএফ ফাইল অনুযায়ী)
১. খ্রিষ্টানরা যখন গুহাবাসীদের ঘটনা বলতো তখন তারা দাবি করতো যে, এই সাতজন ছিল ত্রিত্ববাদে বিশ্বাসী। কিন্তু কুরআন এসে প্রকৃত সত্য তুলে ধরে গুহাবাসীদের হারানো মর্যাদা পুনরুদ্ধার করেছিলো। কিভাবে?
২. গুহাবাসীরা ছিল বয়সে তরুণ । এই তথ্য থেকে আমরা কি শিক্ষা পাই?
৩. আরবি শব্দ ”মিরফাকহ’ দ্বারা কি বোঝানো হয়েছে?
৪. কুরআন থেকে আমরা জানি যে ঘুমন্ত গুহাবাসীদের পার্শ্ব পরিবর্তন করা হতো। মেডিকেল সাইন্স অনুযায়ী এটা কেন করা প্রয়োজন?
৫. গুহাবাসীদের ঘুম পাড়িয়ে দেয়ার ঘটনাকে আল্লাহ……….. হিসেবে উল্লেখ করেছেন ।শূন্যস্থানে সঠিক শব্দ বসান।
৬.মুফাসসিররা আলোচনা করে ধারণা করেছেন যে গুহাবাসীদের সংখ্যা ৭ ছিল। তাদের এ ধারণার পেছনের কারণ কি?
৭. কুরআনে বলা হয়েছে, যুবকদের গুহায় অবস্থানের সময় ছিল তিনশ আরও নয় বছর ।এভাবে বলার কারণ কি?
৮. যুবকরা ভেবেছিল তারা গুহায় মাত্র কয়েক মুহূর্ত অবস্থান করেছে। এই ব্যাপারটিকে বর্তমানে বিজ্ঞানের কোন তত্ত্বের সাথে সম্পর্কিত করা যায়?
৯.হাদিস অনুযায়ী দাজ্জাল পৃথিবীতে কতদিন অবস্থান করবে?
১০. সূরা কাহাফের ১০নং আয়াত অনুযায়ী কোন পরিস্থিতিতে যুবকরা গুহায় চলে যেতে বাধ্য হয়েছিলেন?
১১. হাদীস অনুযায়ী কোন শব্দটি শয়তানের কাজের পথকে উন্মুক্ত করে দেয়?
১২. হাদিস অনুযায়ী জমিনে দাজ্জালের গতি কেমন হবে ?
১৩. নিজের জীবনের নেয়ামতগুলোর কথা বলতে আমাদের সবারই ভালো লাগে কিন্তু আপাত নির্দোষ এই স্বভাবটাই……….. রূপ নিতে পারে যদি আমাদের উদ্দেশ্য হয় অন্যকে কটাক্ষ করা। শূন্যস্থানে সঠিক শব্দ বসান।
১৪. আমাদের কখন মনে হয় যে এই নেয়ামতগুলো কখনও আমাদের ছেড়ে যাবে না ? যখন আমরা ভাবতে থাকি……………….. বাক্যটি সম্পূর্ণ করুন।
১৫.সম্পদশালী লোকটার কাছে কেন মনে হয়েছিল যে কখনও কেয়ামত হবে না?
১৬.আমাদের জীবনে যাই ঘটুক না কেন কিভাবে বুঝবো কোনটা পরীক্ষা আর কোনটা রহমত?
১৭.সম্পদ ধ্বংস হয়ে যাওয়ার পর সম্পদশালী লোকটি উপলব্ধি করেছিল যে সে এতদিন শিরকে লিপ্ত ছিল। সে কোন ধরনের শিরকে লিপ্ত ছিল?
১৮ .সম্পদশালী ব্যক্তির সাথে তার সঙ্গীর কথোপকথন থেকে আমরা দাওয়াতি কাজের ব্যাপারে বেশ কিছু দিক নির্দেশনা পাই। তার মধ্যে একটি হলো কেউ যদি আমাদের ব্যক্তিগত আক্রমণ করে বা খোঁচা দিয়ে কথা বলে সে ক্ষেত্রে আমাদের কি করণীয়?
১৯.দাওয়াতি কাজের ফলাফল কি সবসময় সাথে সাথেই পাওয়া যায়?
২০. রাসূল (সা:) এর হাদিস অনুযায়ী পার্থিবজীবনে প্রশস্ততা কিভাবে পূর্ববর্তী উম্মতের ন্যায় আমাদেরকেও ধ্বংস করে দেবে?
###############################################################################
কুইজ নং-৩
৩৬-৫৮ পৃষ্ঠা (পিডিএফ ফাইল অনুযায়ী)
১. বনি ইসরাইলের একজন লোক যখন মুসা (আ:) কে জিজ্ঞেস করলেন আমাদের কওমের মাঝে সবচেয়ে জ্ঞানী কে? তখন মূসা বললেন , ”আমি” । কিন্তু আল্লাহ উত্তরটি পছন্দ করেননি। এখানে সঠিক পন্থা কি হওয়া উচিত ছিল?
২.ইউশা ইবনে নুন যখন ভুলে গেলেন মুসা (আ:)কে মাছ জীবন্ত হয়ে চলে যাওয়ার কথা বলতে তখন তিনি নিজের স্বপক্ষে কি যুক্তি দিয়েছিলেন ?
৩. শয়তানের কৌশল থেকে বাঁচার জন্য আমরা কি জিকির করতে পারি?
৪. মূসা (আ: ) যখন খিদির (আ: )এর সাথে থাকতে চাইলেন তখন তিনি ভবিষ্যৎদ্বাণী করেছিলেন যে, মুসা (আ: ) পারবেন না লেগে থাকতে। তার এই বক্তব্য থেকে আমরা জ্ঞান অর্জনের একটি পূর্ব শর্ত চিহ্নিত করতে পারি। সেটা কি?
৫. খিদির (আ:) মানুষ ছিলেন নাকি ফেরেশতা—- এটা নিয়ে মতভেদ রয়েছে। কুরআনে তার সম্পর্কে কোন আরবি শব্দ ব্যবহার করা হয়েছে?
৬. মুসা (আ:) প্রাথমিকভাবে ভেবেছিলেন যে, কিছু পরিমাণ জ্ঞান অর্জন করাই যথেষ্ট। এটা জ্ঞানের ফিতনার একটি উদাহরণ। এই ফিতনা কাটিয়ে উঠার উপায় কি?
৭. সন্তানদের ভালো একটা জীবন দিতে গিয়ে আমরা আমল করার সময় পাই না, হয়তো দ্বীনের অনেক কিছুর সাথে আপোষ করা শুরু করি নিজের অজান্তেই। কিন্তু মুসা (আ:) এবং খিদির (আ:) এর তৃতীয় কাহিনী থেকে আমরা একটি বৈপ্লবিক শিক্ষা পাই। সেটা কি?
৮ . মুসা (আ:) এবং খিদির (আ:) এর দ্বিতীয় কাহিনীতে খিদির (আ:) যে শিশুকে হত্যা করেছিলেন তার মা-বাবা হয়তো সারা জীবনই তাদের মৃত সন্তানের জন্য হা- হুতাশ করে যাবে। কিন্তু কেয়ামতের দিনে যখন এসব গায়েব তাদের কাছে প্রকাশ করা হবে তখন তারা অনেক কৃতজ্ঞ থাকবে ।এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা পাই?
৯. যারা সময় ও সুযোগ পেলে ইসলাম গ্রহণ করবে তাদেরকে আল্লাহ তা’আলা দীর্ঘ আয়ু দেন। এর সর্বোত্তম উদাহরণ কারা?
১০. আল্লাহ সময় ও স্থান এর স্রষ্টা তাই তিনি এ সংক্রান্ত…………………… শূন্যস্থানে সঠিক শব্দ বসান।
১১. মুসা (আ:) এবং খিদির (আ:) এর একত্রে পথচলার কাহিনীকে এক কথায় প্রকাশ করলে ব্যাপারটা দাঁড়ায় এই যে, চর্মচক্ষু দিয়ে যা দেখা যায় তার বাইরেও একটা জগত আছে , যা আমাদের বোঝার বাইরে। আর এই বাইরের জগত সম্পর্কে চিনতে শেখায় না যে জ্ঞান তাই হলো জ্ঞানের ফিতনা আর দাজ্জাল আমাদেরকে এই ফিতনার দিকেই ডাকবে কারণ দাজ্জালের এক চোখ কানা ।বর্তমান কোন ব্যবস্থার সাথে দাজ্জালের এই একচোখা বৈশিষ্ট্যের মিল পাওয়া যায়? এবং কিভাবে?
১২. রোমান সাম্রাজ্য দুইভাগে বিভক্ত ছিল। ইস্টার্ন ইউরোপ আরেকটা ছিল ওয়েস্টার্ন ইউরোপ । ইস্টার্ন ইউরোপ কাদের দখলে ছিল এবং সেখানকার ভাষা কি ছিল? ওয়েস্টার্ন ইউরোপ কাদের দখলে ছিল এবং সেখানকার ভাষা কি ছিল?
১৩. মুসলিমদের যখন স্বর্ণযুগ ছিল তখন ওয়েস্টার্ন ইউরোপের সময়টাকে কি বলা হয়?
১৪. পশ্চিমারা যখন ইতিহাস পড়ায় তখন সুকৌশলে মুসলিমদের সোনালী ইতিহাসকে গোপন করে যায়। কিন্তু আমরা সেটা টের পাইনা তাদের একটা কার্যকর কৌশলের কারণে। সেটা কি?
১৫. বুদ্ধিবৃত্তিক দিক থেকে মানুষ হচ্ছে আল্লাহর এক অনন্য সৃষ্টি। মানুষকে যদি তার স্বাভাবিক অনুসন্ধিৎসা, বুদ্ধিবৃত্তিক কৌতুহল –এসব থেকে দমিয়ে রাখতে হয় তবে মানুষকে তার পরিবর্তে কিছু একটা দিতে হবে। সেটা কি?
১৬. ওয়েস্টার্ন ইউরোপের পোপেরা ক্রসেডের ডাক দিয়েছিল এবং তারা এটাকে ধর্মযুদ্ধ নাম দিয়েছিল ।কারণ তারা একে মুসলিমদের দখলে থাকা জেরুজালেম পুনরুদ্ধারের মিশন হিসেবে আখ্যায়িত করেছিল। কিন্তু আদতে ওদের প্রধান কারণ কি ছিল?
১৭. ওয়েস্টার্ন ইউরোপের জ্ঞান পিপাসু কিছু মানুষ, যাদেরকে হত্যার হুমকি দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করা হতো তারা পালিয়ে ইস্টার্ন ইউরোপ ইউরোপে চলে এসেছিল। সেখানে এসে তারা দেখল সম্পূর্ণ ভিন্ন একটি পরিবেশ– ধর্মের সাথে বিজ্ঞানের কোনো বিরোধ নেই। তখন তাদের মধ্যে একটি প্রবণতা দেখা দেয়। সেটা কি ?
১৮. অ্যারিস্টোটলের মূল লেখা ছিল গ্রীক ভাষায়। এরপর তা গ্রীক থেকে আরবিতে, আরবি থেকে ল্যাটিনে, ল্যাটিন থেকে ইংরেজিতে অনুবাদ হয়। গ্রীক থেকে আরবিতে কে অনুবাদ করেছিল?
১৯. মার্টিন লুথার কিং যখন বাইবেলকে ল্যাটিন ভাষায় অনুবাদ করল তখন তখন সবাই কি বুঝতে পারলো?
২০. প্রোটেস্ট্যান্ট মুভমেন্টের তিনটা দিক কি ছিল?
###############################################################################
কুইজ নং ৪
৫৯-৮৪ পৃষ্ঠা (পিডিএফ ফাইল অনুযায়ী)
১. Sack of Bagdad কোন ঘটনাকে বলা হয় ?
২. মুসলিম দেশগুলো যখন পশ্চিমাদের কলোনিতে পরিণত হলো তখন ইসলামিক স্কলাররা নিজেদের বহির্জগতের সাথে বিচ্ছিন্ন করে একটি রক্ষাবুহ্য তৈরি করলেন। এর ফলাফল উম্মাহর বাকি অংশের উপর কিভাবে পড়ল ?
৩. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অধিকাংশ মুসলিম দেশগুলো স্বাধীনতা লাভ করে কিন্তু উপনিবেশিক শাসকরা তাদের কোন ধরনের প্রতিষ্ঠানগুলো রেখে যায়?
৪. পশ্চিমা উপনিবেশবাদের সবচেয়ে বড় সাফল্য কি?
৫. পশ্চিমারা যখন যেখানে কলোনি স্থাপন করেছে তখন সেখানে কি প্রতিষ্ঠিত করেছে?
৬. আমরা যদি দাজ্জালকে ব্যক্তি হিসেবে চিন্তা না করে তার ফিতনার প্রকৃতি নিয়ে চিন্তা করি তবে সে আমাদেরকে কিভাবে পরীক্ষায় ফেলবে?
৭. ইসলাম একটি ভারসাম্যপূর্ণ জীবনব্যবস্থা। এখানে দুনিয়া হলো আখিরাত লাভের টুল। তাই আমরা দুনিয়ার অধিকাংশকে কাজকেই ইবাদতের পরিণত করতে পারি। কিভাবে?
৮. তথাকথিত সাইন্টিফিক মেথড গুলোতে আমরা ‘দেখা’ জিনিসের উপর ভিত্তি করে ’না দেখা’ জিনিসের ব্যাপারে উপসংহারে পৌঁছাই । একইভাবে কুরআনে আল্লাহ আমাদের সৃষ্টি জগতের নানা নিদর্শন নিয়ে চিন্তা করে পরকালের অস্তিত্বের ব্যাপারে নিশ্চিত হতে বলেছেন। কুরআনের আয়াতের আলোকে এর একটা উদাহরণ দিন।
৯.পরকালে সাফল্যের জন্য আমাদের কোন ইয়াক্বীনের ভিত্তিতে দুনিয়াতে আমল করতে হবে?
১০. কুরআনে জুলকারনাইনকে কিসের ফিতনায় জয়ী হিসেবে দেখানো হয়েছে?
১১. কুরআনের আয়াত ও সহিহ হাদিস থেকে কোনো উপসংহারে পৌঁছাতে হলে আমাদের এইগুলো ব্যাখ্যা করার…………. সম্পর্কে জানতে হবে। শূন্যস্থানে সঠিক শব্দ বসান।
১২. কেয়ামতের আলামত সংক্রান্ত হাদিসগুলো কোন অর্থে ব্যবহার করতে হবে? প্রকৃত অর্থে নাকি রূপক অর্থে?
১৩. কেয়ামতের আলামত বেড়ে গেলে আমাদের কি বাড়াতে হবে ?
১৪. ইদানীং অধিকাংশ কার্টুনে একটি কেন্দ্রীয় চরিত্র বা খুব গুরুত্বপূর্ণ কারো এক চোখ নষ্ট /ঢাকা থাকে। এভাবে এক চোখ নষ্ট কাউকে সেলিব্রেটি হিসেবে উপস্থাপন করার মাধ্যমে দাজ্জাল সম্পর্কে কি তৈরি করা হয়?
১৫. বিভিন্ন হাদিসে যখন রাসূল (সা:)কে কেয়ামতের ব্যাপারে প্রশ্ন করা হয়েছে তখন তিনি উত্তরে কি বলেছেন?
১৬. আরবি অত্যন্ত সমৃদ্ধ একটি ভাষা। এখানে একটা শব্দকে…………. বিশ্লেষণ করা যায়। শূন্যস্থানে সঠিক শব্দ বসান।
১৭. আরবি ভাষার একটি জাদু হচ্ছে………………………………… জানলে অসংখ্য শব্দের অর্থ আন্দাজ করা যায়। শূন্যস্থানে সঠিক শব্দ বসান।
১৮. কুরআনের একটি কমন লিটারারি স্টাইল হচ্ছে ক্রিয়াপদ বাক্যের……………………….. বসে ।শূন্যস্থানে সঠিক শব্দ বসান।
১৯. সম্মানজনক অবস্থা বোঝাতে রাসুল (সা:) কে আরবি কোন শব্দ দ্বারা পরিচয় করিয়ে দেওয়া হয়েছে?
২০. সাধারণত দাসত্বের কথা বললে ব্যাপারটাকে অসম্মানজনক মনে হয় তবে আমরা যখন আল্লাহর দাস হিসেবে নিজেদের পরিচয় দিব তখন সেটা আমাদের জন্য সর্বোচ্চ সম্মানের বিষয় হবে। কেন?
###############################################################################