”সূরা কাহফের লেন্স দিয়ে জীবন দেখা” সিরিজ থেকে কুইজের উত্তর

লেখাটি শেয়ার করতে পারেন

কুইজ নং -১
১-১৯ পৃষ্ঠা (পিডিএফ ফাইল অনুযায়ী)

১. সহিহ হাদিস থেকে ।

২. কবরে।

৩. গোপন শিরক।

৪. ইহুদিদের কাছে যতই জ্ঞান থাকুক না কেন সেটা তাদের কোনো কাজে আসে না।

৫. দ্বীনের বাহ্যিক কাঠামোটাই ওদের কাছে সর্বস্ব হয়ে গিয়েছিল।

৬. ক্ষতি প্রতিরোধ করা কোনো কল্যাণ আনয়নের চেয়ে অগ্রাধিকার পাবে।

৭. জ্ঞান অর্জন করার আগ্রহ না থাকা এবং যুক্তি-বুদ্ধির পাশ কাটিয়ে স্রেফ আবেগ দ্বারা জীবনের ক্রিটিকাল বিষয়ে সিদ্ধান্ত নেয়া।

৮. আইডিয়া

৯. দুনিয়াবী স্বার্থ এর বিনিময়ে।

১০. ইমান, সম্পদ, জ্ঞান, ক্ষমতা

১১. বিষয়বস্তুর

১২. আল্লাহর পরিচয় ও জিন জাতির প্রকৃত সত্য।

১৩. যদি সূরার বিষয়বস্তু জানা না থাকে

১৪. ভবিষ্যতের কোনো বিষয়ে ইনশাআল্লাহ বলার ব্যাপারে।

১৫. সূরা বনী ইসরাইলের ৮৫ নং আয়াতে

১৬.একাধিক মতবাদ

১৭.Escape route থাকে

১৮. এসব ঘটনা থেকে প্রাপ্ত শিক্ষার ব্যাপারে।

১৯. প্রতিপক্ষের উদ্দেশ্য বোঝার মতো দূরদর্শিতা থাকতে হবে।

২০. ইহুদী এবং খ্রিষ্টানদের

###############################################################################

কুইজ নং ২
২০-৩৫ পৃষ্ঠা (পিডিএফ ফাইল অনুযায়ী)

১.কুরআন জানায় যে তারা ছিল তাওহীদের সত্যিকারের অনুসারী।

২.তাওহীদের আদর্শ জীবনে ধারণ করার পারফেক্ট সময় এটাই।

৩. এমন একটা অবস্থান যেখানে আরামে চোখ বুজে আসে।

৪.মানুষ একই অবস্থানে দীর্ঘসময় থাকলে bedsore হয়ে যায়।

৫. রহমত

৬. কারণ আগের সংখ্যাগুলোকে আল্লাহ Refute করেছেন, কিন্তু ৭ সংখ্যার পর বলেছেন, গায়েব আল্লাহই ভালো জানেন।

৭. কারণ মুসলমানরা হিসাব করে চন্দ্র বছর অনুযায়ী আর ইহুদীরা হিসাব করে সৌর বছর অনুযায়ী।

৮. Theory of relativity of time

৯. ৪০ দিন

১০.যখন নিশ্চিত হলেন যে বাইরে থাকার অর্থ মৃত্যু অথবা শিরকের জীবনে ফিরে যেতে বাধ্য হওয়া।

১১. যদি

১২. মেঘের মতো

১৩. সামাজিক ব্যাধিতে

১৪.এগুলো পুরোপুরি আমাদের নিজেদের অর্জন, আমরা ভুলে যাই যে, এসব কিছু আল্লাহ দিয়েছেন

১৫. আমরা যখন দুনিয়াতে ভালো থাকি তখন এসব কিছু ছেড়ে আমাদের চলে যেতে হবে–এটা ভাবতে আমাদের ভালো লাগে না।

১৬.যদি তা আমাদেরকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায় তবে সেটা রহমত আর যদি দূরে নিয়ে যায় তবে তা শাস্তি

১৭.নিজের প্রবৃত্তির পূজা

১৮. তা স্বত্বেও নিজের জীবনের উদ্দেশ্য নিয়ে ফোকাস ঠিক রাখতে হবে।

১৯. না।

২০. প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে

###############################################################################

কুইজ নং-৩
৩৬-৫৮ পৃষ্ঠা (পিডিএফ ফাইল অনুযায়ী)

১. সঠিক পন্থা ছিল মুসা (আ:) আল্লাহকে জিজ্ঞেস করবেন এবং আল্লাহ তাকে উত্তরটা দিবেন।

২. শয়তান উনাকে এটা ভুলিয়ে দিয়েছে।

৩. আউযুবিল্লাহি মিনাশ শাইতোয়ানির রাজীম।

৪. ধৈর্য্য

৫. আবদ মানে বান্দা ।

৬. জ্ঞান অর্জনের রাস্তা সব সময় খোলা রাখা।

৭. আমরা যদি ঈমানের উপর মৃত্যুবরণ করি তাহলে আল্লাহ আমার সন্তানদের জন্য অভিভাবক হয়ে যাবেন ইনশাআল্লাহ।

৮. আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটবে যেগুলোর প্রজ্ঞা হয়তো আমরা ইহজীবনে বুঝতে পারবো না

৯. বদরের যুদ্ধে মারা যাওয়া কাফিররা।

১০. সীমাবদ্ধতার ঊধ্বে।

১১. বর্তমান শিক্ষাব্যবস্থা আমাদের সামগ্রিক চিত্র দেখতে শেখায় না

১২. ইস্টার্ন ইউরোপ অর্থোডক্স খ্রিস্টানদের দখলে ছিল এবং ভাষা ছিল গ্রিক।
ওয়েস্টার্ন ইউরোপ রোমান ক্যাথলিকদের দখলে ছিল এবং ভাষা ছিল ল্যাটিন।

১৩. Dark age

১৪.নাম পরিবর্তন

১৫. মানুষকে হয় লোভ দেখাতে হবে, না হয় ভয় দেখাতে হবে।

১৬. অর্থনৈতিক কারণ

১৭. তারা তাদের ভাষা ল্যাটিনে বিভিন্ন আরবি বই অনুবাদ করা শুরু করল।

১৮. মুসলিমরা

১৯. এতদিন পোপরা যেগুলোকে খ্রিষ্ট ধর্মের মূলনীতি হিসেবে তুলে ধরেছে সেগুলো কিছুই আসলে বাইবেলে নেই।

২০.আত্মার বদলে শরীর, অদেখা ঈশ্বরের বদলে এই বাস্তব বিশ্ব, পরকালের বদলে দুনিয়া

###############################################################################

কুইজ নং ৪
৫৯-৮৪ পৃষ্ঠা (পিডিএফ ফাইল অনুযায়ী)

১. মুসলিমরা মোঙ্গলদের কাছে হেরে যাওয়া এবং আব্বাসীয় খিলাফতের পতন হওয়া।

২. ইসলামী পন্ডিতদের সাথে তাদের সংযোগ বিচ্ছিন্ন হলো এবং তারা জ্ঞানার্জন করতে থাকলো পশ্চিমা শক্তি থেকে ।

৩. শিক্ষাপ্রতিষ্ঠান এবং অর্থনৈতিক প্রতিষ্ঠান

৪. দ্বীন ও দুনিয়ার মাঝে শ্রেণিবিভাগ

৫.নিজেদের ভাষাকে

৬. সে দুটো অপশন দেবে এবং তার মাঝে একটি বেছে নিতে বলবে।

৭. নিয়তের বিশুদ্ধতা বজায় রেখে

৮. আমরা মৃত ভূমিকে জীবিত হতে দেখছি সেখান থেকে পরকালে মানুষের পুরো পুনরুজ্জীবিত হওয়ার ঘটনা।

৯. ইলমাল ইয়াক্বীন

১০. ক্ষমতার।

১১. উসুল

১২. প্রকৃত অর্থে

১৩. আমল

১৪. ডিসেনসিটাইজেশন

১৫. তুমি কেয়ামতের জন্য কী প্রস্তুতি নিয়েছো?

১৬. অসংখ্য দিক থেকে

১৭. ধাতুমূল বা Root word

১৮. শুরুতে

১৯. আবদিহি

২০. আমরা যখন আল্লাহর দাসত্ব ছেড়ে দেই তখন নিজের অজান্তেই অন্য কোনো সৃষ্টি বা প্রবৃত্তির দাস হয়ে যাই।

###############################################################################


লেখাটি শেয়ার করতে পারেন