কুইজ নং-১
অধ্যায় ১ – অধ্যায় ৪
(পৃষ্ঠা নং ২৪- পৃষ্ঠা নং ৬৯)
১. সূরা মুদ্দাসির এ আল্লাহ রাসূল (সা:)কে নিদেশ দিয়েছেন –’মানুষদেরকে সতর্ক করো’ এবং সূরা মুযযাম্মিল এ নিদেশ দিয়েছেন “সালাত পড়ো”। কোন সূরাটি আগে নাযিল হয়েছে ? এ থেকে কি বোঝা যায় , নবী-রাসূলদের প্রতি আল্লাহর প্র্রথম আদেশ আসলে কোনটি?
২. কোন ওয়াক্তের সালাতের পর কুরআন পাঠের সরাসরি সাক্ষী থাকবেন ফেরেশতারা?
৩. সূরা বাকারার ১৪৩ নং আয়াতে কিবলা পরিবর্তনের ঘটনার উপর আলোকপাত করা হয়। এসময় সাহাবীরা কোন বিষয়ে চিন্তিত হয়ে যান?
৪. সূরা ত্বহার ১৪ নং আয়াতে একটি ঐতিহাসিক ঘটনার উপর আলোকপাত করা হয়। সেটি কি?
৫. সূরা মুমিনুনে আল্লাহ বলেছেন, বিশ্বাসীরা অবশ্যই বিজয়ী হবে। এই আয়াত অনুসারে বিজয়ী কারা?
৬. ”কীসে তোমাদের জাহান্নামে নিয়ে গেছে? তারা বলবে আমরা নামাজ আদায়কারী লোকদের মধ্যে শামিল ছিলাম না।”—-এটা কোন সূরার আয়াত?
৭. “ আমার চোখ অশ্রুসিক্ত হবে, আমার অন্তর দু:খে ভারাক্রান্ত হবে, কিন্তু মুখ এমন কিছু বলবে না যাতে আমার রব অসন্তষ্ট হন।” রাসূল (সা:) কখন এ কথা বলেছিলেন?
৮. যখন জিবরীল (আ:) প্রথমবার স্বরূপে নবীজী ( সা:) এর কাছে নবুয়্যতের জন্য আসেন এরপর নবীজী ( সা:) ভীত-সন্ত্রস্ত হয়ে খাদীজা (রা:) এর কাছে যান এবং তিনি নবীজী ( সা:) কে কম্বলের মধ্যে জড়িয়ে নেন। এসময় কোন সূরা নাযিল হয়?
৯. শত্রুর নিক্ষিপ্ত তীরও যার নামাজের মনোযোগ ঘটাতে পারেননি তিনি কে ছিলেন?
১০. সাহাবী তালহা (রা:) একবার বাগানে নামাজ পড়তে গিয়ে মনোযোগে ঘাটতি হয়। পরবর্তীতে তিনি বাগানটির ব্যাপারে কি সিদ্ধান্ত নেন?
১১. ‘খুশু’ শব্দের আভিধানিক অর্থ কি?
১২. সূরা হাশরের ২১ নম্বর আয়াতে পাহাড়ের বিনয়-নম্রতা ঝঁুকে চূর্ণ-বিচূর্ণ হয়ে যাওয়াকে আরবীতে কোন শব্দের মাধ্যমে বোঝানো হয়েছে?
১৩. নামাজে মনোযোগী হওয়ার প্রক্রিয়া শুরু হয় কিসের মধ্য দিয়ে?
১৪. আযানের জবাবে একজন মুসলিম মুয়াজ্জিনের কথাগুলোই বলবে, তবে শুধু ‘হাইয়া আলাস সালাহ’ ও ’হাইয়া আলাল ফালাহ’ ব্যতীত। এই দুই বাক্যের উত্তরে কি বলতে হবে?
১৫. আযান শেষ হওয়ার পর কি করা মুস্তাহাব?
১৬. কাদের জন্য কিয়ামতের দিন রাসূল (সা:) এর শাফায়েত অবধারিত হয়ে যাবে?
১৭. আত-তুহুরু শাতরুল ঈমান—এই হাদীস অনুসারে কোনটি ঈমানের অধেক?
১৮. মিরাজের রজনীতে রাসূল (সা:) জান্নাতে বিলাল (রা:) এর পায়ের শব্দ শুনতে পান। কোন বিশেষ আমলের জন্য মহান আল্লাহ তাকে এই বিশেষ মর্যাদা প্রদান করেছেন?
১৯. রাসূল (সা:) কোন তিনটি আমলের কথা বলেছেন যার বদৌলতে গুনাহসমূহ ক্ষমা করে দেয়া হবে?
২০. রাসূল (সা:) বলেন, ”কিয়ামত দিবসে আমার উম্মতেরা উজ্জল হাত-পা বিশিষ্ট হয়ে আগমন করবে”। তাদের এ উজ্জলতা কিসের চিহ্ণ?
###############################################################################
কুইজ নং-২
অধ্যায় ৫ – অধ্যায় ৯
পৃষ্ঠা নং ৭০- পৃষ্ঠা নং ১৩৩
১. আরবী ব্যকরণের নিয়ম অনুযায়ী ’আকবার’ শব্দটি ‘ইসমে তাফযীল’ এর একটি রূপান্তর। তাহলে সহজ বাংলায় “আল্লাহু আকবার” এর অর্থ কি হবে?
২. সুবহানাকাল্লাহুম্মা, ওয়া বিহামদিকা -এর অর্থ ……………এবং ………এই দুইটি বৈশিষ্ট্য সম্পূর্ণ আল্লাহর আয়ত্ত্বে, আমাদের আয়ত্ত্বে না। শূণ্যস্থান পূরণ করুন।
৩. নামাজ যেমন বারাকাহ বাড়ায়, কোনটি বারাকাহ কমায়?
৪. সূরা হুজরাত এর ৪৯ নং আয়াত অনুসারে আল্লাহর কাছে কোন ব্যক্তি বেশি সম্মানিত?
৫. রাসূল (সা:) কে কোন দুটি নূরের সুসংবাদ দেয়া হয়েছে যা অন্য কোনো নবীকে দেয়া হয়নি?
৬. আরবী ’রেহেম’ শব্দের অর্থ কি?
৭. আরবীতে অনেক শব্দ আছে যেটার অর্থ সাহায্য। কিন্তু সূরা ফাতিহায় ‘সাহায্য’ বোঝাতে ব্যবহার করা হয়েছে আরবী শব্দ ‘ইস্তিয়ানা’-এই ইস্তিয়ানা শব্দের বিশেষত্ব কি?
৮. নামাজের মধ্যে শারীরিক দিক থেকে সবচেয়ে নড়বড়ে এবং দুর্বল অবস্থান কোনটি?
৯. নামাজের মধ্যে কোন অবস্থায় বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী?
১০. রাসূল (সা:) আমাদের দুআর মুখাপেক্ষী নন। তার প্রতি সালাম প্রেরণ করলে আমাদেরই লাভ হয়। সেটা কি?
১১. তাশাহুদের ১ম লাইনের মাধ্যমে আমরা কি প্রকাশ করি?
১২. ‘সলিহীন’ কারা?
১৩. আল্লা-হুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এর অর্থ ‘হে আল্লাহ আপনি মুহাম্মাদ (সা:) এর উপর আপনার সালাত প্রেরণ করুন।’ এখানে আল্লাহর সালাত বলতে কয়টি বিষয় বোঝায়?
১৪. মুহাম্মাদ নামের অর্থ কি?
১৫. নামাজে যে আমরা দরুদ পড়ি সেখানে বলা হয় ”ওয়ালা আলি মুহাম্মাদ”। এর অর্থ কি?
১৬. ’বারাকাহ’ শব্দটির কয়টি অর্থ রয়েছে?
১৭. আল্লাহ কোন দুজন মানুষকে নিজের খলীল বা কাছের বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছেন?
১৮. আমরা যতবার পাপ করি, আল্লাহর আদেশ অমান্য করি ততবার কার উপর জুলুম করি?
১৯. দুআ মাসূরা’য় উল্লেখিত ’মাগফিরাহ’ এবং ’ওয়ারহামনি’ শব্দ দুটির তাৎপর্য কি?
২০. আরবীতে ‘লা’ শব্দটির মানে যেনতেন ‘না’ নয়। ‘লা’ এর প্রকৃত অর্থ কি?
###############################################################################
কুইজ নং-৩
অধ্যায় ১০ – অধ্যায় ১১
পৃষ্ঠা নং ১৩৪- পৃষ্ঠা নং ১৯৮
১. দুআ শুরু করার দুইটি আদব এবং সুন্নাহ কি কি?
২. রাসূল ( সা:) বলেছেন, ”যখন কোনো মুসলিম দুআ করে, যে দুআয় কোনো পাপ থাকে না এবং……………. বিষয় থাকে না, তাহলে আল্লাহ তিন পদ্ধতির কোনো এক পদ্ধতিতে তার দুআ কবুল করেন।” শূণ্যস্থান পূরণ করুন।
৩. যখন একজন মুসলিম তার অপর মুসলিম ভাইয়ের জন্য দুআ করেন তখন একজন ফেরেশতা কি বলেন?
৪. অনেক সময় আল্লাহ যাকে পছন্দ করেন, তাকে দুআর উত্তর দেন না বা দেরী করে দেন, কেন?
৫. দুআকে ইবাদতের …………বলা হয়। শূণ্যস্থান পূরণ করুন।
৬. আমরা প্রায়ই দুআকে তলাবের সঙ্গে গুলিয়ে ফেলি। আরবীতে ‘তলাব” অর্থ কি? আর “দুআ’র অর্থ কি?
৭. কুরআনে একজন ছাড়া অন্য কোনো নবীর নামের সাথে তার পিতা বা মাতার নাম উল্লেখ করা হয়নি। তিনি কে ?
৮. দুআ কবুল হওয়া মানেই সমস্যার সমাধান স্বচক্ষে দেখতে পারা, এটি একটি ………………………………..
শূণ্যস্থান পূরণ করুন।
৯. রাসূল ( সা:) নামাজ শেষে সালাম ফিরিয়ে ৩ বার কি বলতেন?
১০. সকল সমস্যার ক্ষেত্রে কমন (সার্বজনীন) দুআ কি?
১১. প্রতি ফরজ নামাজের পর কি পড়লে বান্দা এবং জান্নাতের মাঝে একমাত্র মৃত্যু ছাড়া কোনো পর্দা থাকে না।
১২. রাসূল (সা:) কোন দুআকে জান্নাতের রত্নভান্ডার হিসেবে উল্লেখ করেছেন?
১৩. রাসূল ( সা:) দৈনিক কতবার ইস্তেগফার করতেন?
১৪. যারা সম্পদশালী নয় তারা প্রতিবার তাসবীহ-তাকবীর-তাহলীল-তাহমীদ পাঠ করে কিসের সওয়াব পেতে পারে?
১৫. দুআ কবুল হওয়ার শর্তগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত কোনটি?
১৬. ………..করা দুআর শক্তিকে নষ্ট করে ও দুর্বল করে দেয়। শূণ্যস্থান পূরণ করুন।
১৭. অবিশ্বাসীরা (মুশরিক) বিপদে পড়লে আল্লাহকে ডাকে এবং তাতেও সাড়া দেন। —বাক্যটি সত্য না মিথ্যা?
১৮. ফরজ আমল বাদ দিয়ে দুআ করলে বা দুআ করতে গিয়ে মাতা-পিতার অধিকার ক্ষুণ্ণ করলে কি দুআ কবুল হবে?
১৯. রাসূল ( সা:) সকালে ফজরের নামাজের সালাম ফেরানোর পরে নিয়মিত যে দুআটি পড়তেন সেই দুআতে তিনি একই সাথে তিনটি বিষয় চেয়ে নিতেন। সেগুলো কি কি?
২০. সূরা আন-নাজমে কোন জাতিকে আল্লাহ পৃথিবীর অন্যতম চরম অবাধ্য জাতি হিসেবে বর্ণনা করেছেন?
###############################################################################
কুইজ নং ৪
অধ্যায় ১২-অধ্যায় ১৫
পৃষ্ঠা নং ১৯৯- পৃষ্ঠা নং ২৭১
১. মুয়াজ্জিন দিনের মধ্যে ১০ বার করে ডাকেন, “ হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ”। এর অর্থ কি?
২. হাদীস অনুসারে কোন ব্যক্তির শিয়রে একজন ফেরেশতা রাত্রিযাপন করে?
৩. মহান আল্লাহর একটি নাম হলো আল-জামিল। এর অর্থ কি?
৪. কুরআনের বড় একটা অংশে রয়েছে ———দুআ। এগুলো দিয়ে আল্লাহ আমাদের শিখাচ্ছেন যে, কিভাবে দুআ করতে হয়। শূণ্যস্থান পূরণ করুন।
৫. আল্লাহকে দোষারোপ করে বা বিরক্তি প্রকাশ করে দুআ করা যাবে না। এ প্রসঙ্গে আল্লাহ কুরআনে কোন জাতির উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে, আমরা যেন তাদের মতো দুআ না করি।
৬. ইসলাম ফিতরাতকে ———করতে শেখায়। শূণ্যস্থান পূরণ করুন।
৭. নামাজে দাঁড়ানো অবস্থায় চোখ কোথায় স্থির রাখতে হবে?
৮. সব নামাজ ………….এর.অবস্থানের সাথে সম্পৃক্ত। শূণ্যস্থান পূরণ করুন।
৯. ওল্ড টেস্টামেন্ট অনুসারে ইহুদীরা দিনে কতবার প্রার্থনা করে?
১০. রাসূল (সা:) বলেছেন, সালাতের কাতারসমূহে পরষ্পর কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে। তা না হলে কাতারের ফাঁকা জায়গাগুলোতে শয়তান কিসের ন্যায় প্রবেশ করে?
১১. হাদীস অনুসারে কোনো ব্যক্তি সকাল-সন্ধ্যায় যতবার মসজিদে যাতায়াত করে আল্লাহ তার জন্য জান্নাতে কি তৈরি করে রাখেন?
১২. হাদীস অনুসারে কোন দুই ওয়াক্তের সালাতকে ঠান্ডা সালাত বলা হয়েছে?
১৩. হাদীস অনুসারে একাকী সালাত পড়ার চেয়ে জামাতে সালাত পড়ার ফজিলত কতগুণ বেশি?
১৪. রাসূল (সা:) বলেছেন, ’যে ব্যক্তি নিজের নামাজ চুরি করে, সে চুরি হচ্ছে সর্বাপেক্ষা বড় চুরি।’ নামাজ চুরি হয় কিভাবে?
১৫. কিয়ামতের দিন ফিরাউন, হামান, উবাই ইবনু খালফের সাথে কার হাশর হবে?
১৬. যে ব্যক্তি দিনে-রাতে ১২ রাকাত সুন্নাত নামাজ আদায় করে, আল্লাহ তাকে কি প্রতিদান দেন?
১৭. কোন দিনে আদম (আ:) কে সৃষ্টি করা হয়েছে এবং তিনি ইন্তেকাল করেছেন?
১৮. কোন সময়ে ফেরেশতাদের পালা বদল হয় এবং বান্দা যা কিছু করে তা আল্লাহর কাছে পেশ করা হয়?
১৯. হাদীস অনুসারে যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করে, তারপর সূর্য ওঠা পর্যন্ত বসে বসে আল্লাহতাআলার যিকির করে, তারপর দুই রাকাত নামাজ আদায় করে তার জন্য কি সওয়াব রয়েছে?
২০. হাদীস অনুসারে মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখন শয়তান কোথায় তিনটি গিঁট দেয়?
###############################################################################