‘নামাজে মন ফেরানো’ বই থেকে কুইজের উত্তর

লেখাটি শেয়ার করতে পারেন

কুইজ নং-১
অধ্যায় ১ – অধ্যায় ৪
পৃষ্ঠা নং ২৪- পৃষ্ঠা নং ৬৯

১. সূরা মুযযাম্মিল, সালাত আদায়
২. ফজর
৩. বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে পড়া এতদিনের নামাজ কবুল হয়েছে কিনা !
৪. মূসা ( আ:) এর সাথে আল্লাহর সরাসরি কথোপকথন। (তূর পাহাড়ে)
৫. যারা নামাজে বিনম্রতা অবলম্বন করতে পারে।
৬. সূরা মুদ্দাসসির।
৭. যখন তার শিশু সন্তানকে কবরে শোয়ানো হয়।
৮. সূরা মুযযাম্মিল
৯. একজন আনসারী সাহাবী।
১০. বাগানটি আল্লাহর রাস্তায় দান করে দেন।
১১. বিনয়-নম্রতা ইত্যাদি অন্তরের ভেতর এমনভাবে ঢুকে যাওয়া যে তার বহি:প্রকাশ শরীরের অঙ্গ-প্রতঙ্গেও দেখা যাবে।
১২. ’খশিয়া’
১৩. আযানের মধ্য দিয়ে।
১৪. ‘লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ’।
১৫. রাসূল (সা:) এর উপর সালাম প্রেরণ করা।
১৬. যারা আযানের শেষে দুআ পড়বে।
১৭. ওযু করা।
১৮. যখনই ওযু ভেঙ্গে যেত , তিনি ওযু করে দুই রাকাত নফল সালাত আদায় করে নিতেন।
১৯. কষ্টকর সময়ে ওযু করা, মসজিদের দিকে অধিক কদম ফেলা, এক সালাতের পর আরেক সালাতের জন্য মসজিদে অপেক্ষা করা।
২০. ওযুর চিহ্ন।

###############################################################################

কুইজ নং-২
অধ্যায় ৫ – অধ্যায় ৯
পৃষ্ঠা নং ৭০- পৃষ্ঠা নং ১৩৩

১. “আল্লাহ অন্য সবকিছুর থেকে বড়।”
২. ত্রুটিহীনতা এবং প্রশংসা।
৩. গুনাহ।
৪. যে বেশি তাকওয়াবান
৫. সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ দুই আয়াত।
৬. মায়ের গর্ভ।
৭. সমস্ত শক্তি দিয়ে চেষ্টারত থাকা অবস্থায় যে সাহায্য চাওয়া হয় তাকে বলে ’ইস্তিয়ানা’।
৮. রুকু।
৯. সিজদারত অবস্থায়।
১০. ১ বার রাসূল (সা:) এর প্রতি সালাম প্রেরণ করলে আল্লাহ আমাদের জন্য ১০ বার সালাম পাঠান।
১১. আল্লাহকে রাজকীয়ভাবে / সাদরে সম্ভাষণ জানাই।
১২. আল্লাহর খুব কাছের এবং নেককার বান্দারা
১৩. ৪টি।
১৪. যিনি সবচেয়ে বেশি প্রশংসিত।
১৫. রাসূল (সা:) এর পরিবার, সমর্থক বা অনুসারীদের উপরও।
১৬. ৩টি।
১৭. ইবরাহীম (আ:) এবং রাসূল ( সা:)
১৮. নিজের আত্মার উপর।
১৯. মাগফিরাহ—বান্দা যত বড় গুনাহই করুক না কেন , আল্লাহ মাফ করতে সক্ষম।
ওয়ারহামনি— বান্দা যতবারই গুনাহ করুক না কেন, আল্লাহর রহমত থেকে দূরে সরে যায় না।
২০. স্পষ্ট ‘না’ অর্থ্যাৎ যেখানে বিন্দুমাত্র সন্দেহ নেই।

###############################################################################

কুইজ নং-৩
অধ্যায় ১০ – অধ্যায় ১১
পৃষ্ঠা নং ১৩৪- পৃষ্ঠা নং ১৯৮

১. আল্লাহর প্রশংসা এবং রাসূল (সা:) এর প্রতি দরুদের মাধ্যমে দুআ শুরু করা।
২. আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার
৩. ইয়া আল্লাহ!! যে দুআ করছে তাকেও এটা দান করুন।
৪. যেন সে বারবার আল্লাহর কাছে চাওয়ার কাজটি করতে পারে।
৫. মগজ।
৬. ‘তলাব” অর্থ তালাশ করা/ দাবী করা আর “দুআ” অর্থ ডাকা/ আহ্বান করা।
৭. ঈসা (সা:)
৮. ভুল ধারণা
৯. আস্তাগফিরুল্লাহ।
১০. আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা।
১১. আয়তুল কুরসী
১২. লা হাউলা অলা ক্ব ুউওয়াতা ইল্লা বিল্লাহ।
১৩. ৭০ এর অধিকবার / ১০০ বার
১৪. সাদাকাহ
১৫. আল্লাহ ছাড়া অন্য কাউকে না ডাকা।
১৬. হারাম ভক্ষণ করা
১৭. সত্য
১৮. না
১৯. ভালো জ্ঞান, কবুলযোগ্য আমল এবং হালাল রিজিক।
২০. নূহ (আ:) এর জাতিকে

###############################################################################

কুইজ নং-৪
অধ্যায় ১২-অধ্যায় ১৫
পৃষ্ঠা নং ১৯৯- পৃষ্ঠা নং ২৭১

১. নামাজের দিকে আসো, সাফল্যের দিকে আসো।
২. যে ব্যক্তি ওযু করে ঘুমায়।
৩. সবচেয়ে সুন্দর।
৪. নবী বা বিশুদ্ধ ব্যক্তিদের দুআ।
৫. বনী ইসরাইল
৬. নিয়ন্ত্রণ
৭. সিজদার স্থানে
৮ . সূর্য
৯. ৩বার
১০. বকরির বাচ্চার ন্যায়।
১১. মেহমানদারীর সামগ্রী
১২. ফজর ও আসর
১৩. ২৭ গুণ।
১৪. যখন নামাজের রুকু ও সিজদা পূর্ণভাবে আদায় করা হয় না।
১৫. যে ব্যক্তি নামাজের প্রতি যত্নবান হবে না।
১৬. জান্নাতে একটি ঘর বানিয়ে রাখেন
১৭. জুমার দিন।
১৮. ফজরের সময়।
১৯. একটি হজ্জ ও একটি উমরার সওয়াব রয়েছে।
২০. ঘাড়ের পশ্চাৎ অংশে।

###############################################################################


লেখাটি শেয়ার করতে পারেন