সেতু বন্ধনের গল্প- ৭ম পর্ব

লেখাটি শেয়ার করতে পারেন

৭ম পর্বের অতিথি পরিচিতি

এবারের দুজন অতিথি; আনিকা আর শারিন দুজনেই মেন্টাল হেলথ নিয়ে কাজ করলেও ওদের ব্যকগ্রাউন্ড আর কাজের ধরন একদম আলাদা। এই সূক্ষ্ম পার্থক্য থেকে অডিয়েন্সদের জন্য রয়েছে সুন্দর গাইডলাইন ইনশাল্লাহ। এছাড়াও পর্বটা আমরা এমনভাবে সাজিয়েছি যেন ওদের দুজনের কাছ থেকে আমরা দুইধরণের শিক্ষা পাই।

শারিন ফোকাস করেছে ওর শিক্ষা জীবনের  অভিজ্ঞতা, যেখান থেকে একদম নতুন দ্বীনে আসা বোনদের জন্য অনেক অনেক শিক্ষা রয়েছে।

ওর ইউনিভার্সিটি লাইফের গল্প যখন শুনছিলাম, তখন বুঝলাম যে অমুসলিমদের মাঝে দাওয়াতী কাজের অভিজ্ঞতা আছে দেখেই ও Bigger Picture দেখতে পারে আলহামদুলিল্লাহ। সোশ্যাল নানা ইস্যু যেমন ইসলাম ফোবিয়া, রিফিউজি সমস্যা এগুলো নিয়ে আলোচনা, ইসলাম নিয়ে প্রশ্নোত্তর পর্ব আয়োজন, মুসলিমদের জন্য আলাদা নামায রুমের ব্যবস্থা করা, অমুসলিমদের হিজাব পরানো………কী যে বর্ণাঢ্য সব অভিজ্ঞতা মাশাআল্লাহ।

এগুলো নিয়ে কথা বলতে গিয়ে শারিন একটা চমৎকার কথা বলছিলো- ”আপু, আমি এই ওয়েবিনারে আমাদের ছোট্ট বোনদেরকে এই মেসেজটাই দিতে চাই যে ফিতনা বা ট্রায়াল থাকবেই, কিন্তু দ্বীন পালনের জন্য অনুকূল একটা পরিবেশ কেউ তৈরি করে দেবে না, সেটার জন্য নিজেকেই এফোর্ট দিতে হবে, আর তাহলেই আমাদের রাব বারাকাহ ঢেলে দেবেন। আল্লাহর সাহায্য পাওয়ার জন্য প্রথম স্টেপটা আমাদেরকেই নিতে হবে!”

ইতিমধ্যেই বোনদেরকে Strong, Confident Muslima হিসেবে গড়ে তোলার লক্ষ্যে Muslima Confidence Workshop পেইজের মাধ্যমে নিয়ে দারুণ সব কাজও করছে!

আনিকার অংশে আমরা ফোকাস করেছি মেডিক্যালে পড়া অবস্থায় ওর দ্বীনে আসা, তারপর পড়া চালিয়ে যাবো নাকি ছেড়ে দিবো এই চিরাচরিত দ্বিধা, হাতড়ে হাতড়ে নিজের জন্য পথ খুঁজে নেয়া, সবশেষে বিশেষজ্ঞ হিসেবে সাইকিয়াট্রি বিষয়টা বেছে নেবার সিদ্ধান্ত এবং Most importantly একজন স্ত্রী, মা ও চিকিৎসক হিসেবে ব্যালেন্স করার জন্য স্ট্রাগল করার গল্পে।

এই সব  গল্পের মাঝে নব্য প্র্যাক্টিসিং বোনদের জন্য রয়েছে অসংখ্য চিন্তার খোরাক।

আমি যখন আনিকার গল্প গুলো শুনছিলাম তখন ওর কিছু কেস স্টাডি শুনে আমার চোখে পানি চলে এসেছিলো……কত অর্থবহ হতে পারে দ্বীনের জ্ঞান সম্পন্ন একজন মেয়ে ডাক্তারের জীবন মাশাল্লাহ!

সাইকিইয়াট্রি নিয়ে পড়ার কারণ হিসেবে বলছিলো যে , “শরীরের ক্ষত তো দেখা যায় আপু, চিকিৎসাও করা যায় হয়তো কিন্তু মনের ক্ষত গুলো তো দেখা যায় না……সেগুলার খোঁজও হয়তো কেউ রাখে না……এই ফিল্ডে ইসলামিক স্পিরিচুয়াল বিষয়গুলো incorporate করে কাজ করার অনেক অনেক সুযোগ আছে। আল্লাহ আমাকে যে নিয়ামতগুলো দিয়েছেন সেগুলোর সদ্বব্যবহার করে উম্মাহর জন্য ইউনিক কিছু যেন করতে পারি সেই দুআ কইরো!”

আমি বললাম, ”অবশ্যই আপু! অনেক অনেক শুভকামনা আর দুআ আমার ওয়েবিনারের প্রতিটা অতিথির জন্য, যারা নিজেদের সীমিত সামর্থ্যের মধ্যেই কিছু না কিছু করার চেষ্টা করে যাচ্ছেন।”

অনুপ্রেরণামূলক গল্প আর আড্ডায় আপনাদের স্বাগতম।


লেখাটি শেয়ার করতে পারেন