Importance of Islamic Knowledge

লেখাটি শেয়ার করতে পারেন

করোনা ভাইরাস কি আজাব নাকি রহমত?

কাবা শরীফে হজ্জ-উমরা বন্ধ হয়ে যাওয়া কি ইমাম মাহদী আসার লক্ষণ ?

বিশ্বের বিভিন্ন স্থানে পঙাগপালের আক্রমণ কি দাজ্জালের আগমনের পূর্বের দুর্ভিক্ষের আলামত?

————–এই জাতীয় প্রশ্ন নিয়ে সাম্প্রতিক সময়ে মুসলিমরা সোশাল মিডিয়ায় পোস্ট, কমেন্ট, শেয়ার দিয়ে প্রচুর সময় ব্যয় করছেন।

নি:সন্দেহে করোনা ভাইরাস কারও জন্য আজাব, কারও জন্য রহমত, কিন্তু কার জন্য আজাব আর কার জন্য রহমত এটা নি:সন্দেহে গায়েবের জ্ঞান।

ইমাম মাহদী আসবেন এটাও সত্যি। তবে ঠিক কোন সময়ে তিনি আসবেন এটাও গায়েবের জ্ঞান।

দাজ্জাল আসবে এটাও সত্যি। তবে কবে আসবে এটাও গায়েবের জ্ঞান।

আমরা মুসলিমরা এসব গায়েবের জ্ঞানের ব্যাপারে জানতে যতটা যতটা আগ্রহী , আমাদের জ্ঞানের মূল উৎস কুরআন ও হাদীস নিজে পড়ে সেই অনুযায়ী আমল করতে ততোটাই উদাসীন। কারণ আমরা হয়তো ভুলে যাই যে, আমি যেই মূহূর্তে মারা যাবো, আমার কেয়ামত তখনই শুরু হয়ে যাবে। বাকী পৃথিবীতে তখন কি ঘটবে সেটা আমার কনসার্ন না। তাই মুসলিম হিসেবে আমাদের সর্বপ্রথমে উচিত ইসলামের মৌলিক জ্ঞানগুলো অর্জন করা, যা না জানা থাকলে আমাদের মুসলিম সত্তাটাই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে।

হোম কোয়ারান্টাইনের এই সময়টা হতে পারে আমাদের জন্য এসব জ্ঞান অর্জনের আদর্শ সময়।

ইসলামের মৌলিক জ্ঞান কে আমরা দুইভাগে ভাগ করতে পারি- ফারদ্বে আইন ও ফারদ্বে কিফায়া।
• ফারদ্বে আইন (প্রতিটা মানুষের জন্য স্বতন্ত্রভাবে জানা আবশ্যক )

১. কালিমা তাইয়্যেবার অর্থ জানা। শিরকের ব্যাপারে জানা, শিরক ও আর কুফরের পার্থক্য জানা।
(Ref Book: “তাওহীদের মূলনীতি” বা “Fundamentals of Tawheed” by Dr. Billal Philips)
(English book is available in Internet, বাংলা অনুবাদ বের করেছে Sean Publications)
২.জ্বীনজগতের ব্যাপারে জানা, জাদু-টোনার ব্যাপারে জানা।
(Ref Book: “The World of the Jinn and Devils”- Author : Omar Bin Sulaiman Al-Ashqar, Translation: Jamaal Zarabozo) available in Internet, free.
৩. হাদীসের ব্যাপারে জানা।
(Ref Book: “The Authority and Importance of Sunnah” By Jamaal al-Din M. Zarabozo,
বাংলায় অনুবাদঃ “সুন্নাহর গুরুত্ব এবং আইনগত মর্যাদা” – মুহাম্মদ এনামুল হক)
এছাড়া হামিদা মুবাশ্বেরার একটা লেকচার সিরিজও আছে এই বিষয়ে, লিংক- https://drive.google.com/…/1sssSiCczgKWnssCpy4tTML1TDa5…
৪. পরকালের ব্যাপারে পরিষ্কার ধারণা রাখা।
(Reference: Baseera Channel এর একটা ভিডিও সিরিজ
Link: https://www.youtube.com/watch?v=frGkE231PFs…
৫. তাকদ্বীরে বিশ্বাস ও এই ব্যাপারে পরিষ্কার ধারণা রাখা। (হামিদা মুবাশ্বেরা র একটা লেকচার আছে এই বিষয়ে. লিংক- https://hsaniya.blogspot.com/2019/07)
৬. তাজউইদ – ন্যূনতম সূরা ফাতিহা শুদ্ধভাবে তিলাওয়াত করতে পারা। এর পরবর্তী ধাপে- কুরআনের শেষ ১০ টা সূরা ভালোভাবে পড়তে পারা।
৭. তূলনামূলক ধর্মতত্ত্ব বা Comparative Religion: বনী ইসরাঈলদের ব্যাপারে ভালোভাবে ধারণা রাখা উচিত. এই জ্ঞান কুরআনের আরো কাছাকাছি নিয়ে যাবে।
( Reference: হামিদা মুবাশ্বেরার “শিকড়ের সন্ধানে” )
৮. সীরাহ, রাসূল (সা) এর জীবনী।
(ইয়াসির কাদ্বীর সীরাহ সিরিজ টা শোনা যেতে পারে
Link: https://muslimcentral.com/series/yasir-qadhi-seerah/)
আরও বিস্তারিতভাবে জানার জন্য: উম্মুল মূমীনিন দের জীবনী, খুলাফায়ে রাশিদীন এর জীবনী জানতে পারলে আরো ভালো।
৯. সমসাময়িক বিষয়াদি সম্পর্কে জানা।
(Ref Book: ডাবল স্ট্যান্ডার্ড ১ by ডা শামসুল আরেফিন ; ইসলামের শাস্তি আইন – ড. আহমদ আলী )
১০. সালাতে যে আরবী বাক্যগুলো পড়া হয় তার বাংলা অর্থ জানাও জরুরী।

মাসলা-মাসায়েল (যেগুলো জানা আবশ্যক)

• ফিকহুত তাহারাহ বা পবিত্রতা অর্জনের উপায়। যেমন- অজু ভঙ্গের কারণ, গোসল ফরয হওয়ার কারণ, ফরয গোসলের নিয়মাবলী ইত্যাদি।
• সালাতের বেসিক কিছু জিনিস জানা। যেমন- সালাতের শর্ত, সালাতের ফরয, শর্ত আর ফরযের পার্থক্য, কোন সালাতের ওয়াক্ত কতক্ষণ থাকে ইত্যাদি।
• ফিকহুস সিয়াম। যেমন- রোযা ভঙ্গের কারণসমুহ ।
• যাকাতের বেসিক জ্ঞান। যেমন- কাকে যাকাত দেয়া যাবে, কাকে যাকাত দেয়া যাবে না।
• কখন হাজ্জ্ব ফরয হয়? যখন হাজ্জ্ব ফরয হবে তখন হাজ্জ এর ফিকহ বিস্তারিতভাবে জানা জরুরী।

ফারদ্বে কিফায়া (সবার জানা আবশ্যক না, কিন্তু এমন যথেষ্ট সংখ্যক মানুষের জানতে হবে যেন সমাজের প্রয়োজন পূরণ হয়ে যায়।)


এছাড়াও যারা সঠিক ভাবে কুরআন তিলাওয়াত করতে পারি না; তাঁরা করে ফেলতে পারি ৩৬ পর্বের এই ছোট্ট Tajweed course টি যা একদম ফ্রি| এর লিংক https://www.youtube.com/playlist…

* যারা সময়ের অভাবে hifz করতে পারছি না তাঁদের জন্য “Quran Mazid ” app টি হতে পারে আদর্শ ও সময়োপযোগী | repeat mode, অনুবাদ, tajweed colour code সহ এতে রয়েছে আকর্ষণীয় সব feature | download link
https://play.google.com/store/apps/details

* অসাধারণ কিছু ইসলামিক বই যা সময়াভাবে পড়া হচ্ছিল না তাও পড়ে ফেরতে পারি| যেমন : তত্ত্ব ছেড়ে জীবনে by শরীফ আবু হায়াৎ অপু
ধূলিমলিন উপহার রামাদান by শাইখ আহমদ মুসা জিবরীল
ফিকহুস সিয়াম – রোজার বিধান ও মাসায়েল (সংকলন –
মুহাম্মাদ নাসীল শাহরুখ ও
সম্পাদনা – ড: মোহাম্মদ মানজুরে ইলাহী )
ইত্যাদি|

* আল্লাহর ৯৯ টি নাম অর্থ সহ শিখতে পারি | এর জন্য আদর্শ হতে পারে ড: ইয়াসির কাধি এর নিম্নোক্ত লেকচার সিরিজটি  https://www.youtube.com/playlist

সবশেষে বলতে চাই, ইসলাম একটা Knowledge-based Religion. একজন মুসলিমকে অবশ্যই জানতে হবে। সঠিক জ্ঞান থাকলে তবেই আমরা কোন পরিস্থিতিতে কি করণীয় তা নিজেরা নির্ধারণ করতে পারেবো। তাই আসুন, এই মূল্যবান সময়টুকুকে জ্ঞান অর্জনের মতো প্রোডাক্টিভ কাজে লাাগাই ।

হামিদা মুবাশ্বেরার একটি লেকচার অবলম্বনে লেখাটি তৈরি করেছেন জোবাইদা হোসেন।
আরও তথ্য সংযোজন করেছেন তানজিনা রহমান


লেখাটি শেয়ার করতে পারেন