রামাদানের শেষ দশকে সাদাকাহ’র মাধ্যমে সওয়াব অর্জনের সুযোগ!!!
আলহামদুলিল্লাহ ! মহান আল্লাহর অশেষ রহমতে আমরা রামাদান এর শেষ দশকে উপনীত হতে যাচ্ছি। এই সময়ে সওয়াব অর্জনের একটি প্রধান মাধ্যম হতে পারে সাদাকাহ।
আমাদের /আপনাদের পাঠানো সাদাকাহ’র অর্থ দিয়ে ঈদের দিনে কিছু দরিদ্র মানুষ যেন ভালো খাবার খেতে পারে সেজন্য Mubashera Sisters পেইজের পক্ষ থেকে আমরা উদ্যোগ নিয়েছি দরিদ্র মানুষের মাঝে ‘ঈদ গিফট প্যাকেজ’ বিতরণের।
এই প্যাকেজ এ থাকছে পোলাও চাল, তেল, সেমাই, চিনি, দুধ, মশলা এবং নগদ ৩০০ টাকা ( মুরগী কেনার জন্য)।
ইতিমধ্যে আমরা Mubashera Sisters পেইজ আয়োজিত ’কুরআনের বর্ণনা শৈলী বুঝতে পারা” শীর্ষক ওয়েবিনার এর রেকর্ডিং পাওয়ার জন্য যারা রেজিষ্ট্রেশন করেছিলেন তাদের প্রদত্ত ফি থেকে প্রাপ্ত অর্থ দিয়ে ঈদ গিফট প্যাকেজ’ বিতরণ ফান্ড গঠন করেছি।
আমরা চাই আপনাদের সহযোগীতায় আরও বেশি সংখ্যক মানুষের কাছে ‘ঈদ গিফট প্যাকেজ’ পৌঁছে দিতে। আপনারা যার যার সামর্থ অনুযায়ী সাদাকাহ করে এই প্রজেক্টে অংশ নিতে পারেন।
সাদাকাহর জন্য অর্থ পাঠাতে পারেন এই নম্বরে —
Bkash/Nagad# 01711472379
Ref: Eid gift