শীতবস্ত্র বিতরণ প্রোজেক্ট- ২০১৯, ২০২০, ২০২১

লেখাটি শেয়ার করতে পারেন

বাংলাদেশে শীতের তীব্রতা সবচেয়ে বেশি হয় উত্তরের জেলাগুলোতে। তাই এই এলাকার মানুষদের মাঝে আমরা শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছিলাম ২০১৯ সালে । আমাদের প্রজেক্টের নাম ছিল ‘একটু উষ্ণতা ওদের জন্য।’
আলহামদুলিল্লাহ এই প্রোজেক্ট এও আমরা ব্যাপক সাড়া পাই। দেশ ও বিদেশ থেকে পাঠানো অসংখ্য শুভাকাঙ্ক্ষীদের আর্থিক সহযোগিতায় কম্বল , শাল ও শিশুদের জন্য হুডি কেনা হয়।


আমাদের কাজিন নাহিদ সেবা তার স্বেচ্ছাসেবকদের নিয়ে গাইবান্ধা জেলার বিভিন্ন গ্রামে গিয়ে শীতার্তদের মাঝে কম্বল, শাল ও হুডি বিতরণ করে।
এছাড়া বগুড়ার একটি মাদ্রাসার জন্য কাপেট কিনে দেয়া হয়, যেহেতু শীতকালে ঠান্ডা মেঝেতে বসে পড়াশোনা করতে তাদের অনেক কষ্ট হচ্ছিল।
পরবর্তীতে ২০২০ সালেও গাইবান্ধা জেলায় আমাদের শীতবস্ত্র বিতরণ প্রোজেক্ট অব্যাহত থাকে। এই বছর কামারজানি ইউনিয়নের কড়াইবাড়ি নামক চর এলাকার শীতার্ত মানুষদের মাঝে কম্বল, শাল ও হুডি বিতরণ করা হয়।
এছাড়াও এই বছর গাইবান্ধার একটি গ্রামের হাফেজিয়া মাদ্রাসার শিক্ষাথীদের মাঝে ৫০ পিস কম্বল ও ৫০ পিস করোনা সচেতনতামূলক মেসেজ লেখা মাস্ক বিতরণ করা হয়।


২০২১ সালে আমরা গাইবান্ধার পাশাপাশি দিনাজপুরেও আমাদের শীতবস্ত্র বিতরণ প্রোজেক্ট
সম্প্রসারণ করি। এই জেলায় আমাদের প্রতিনিধি বিভিন্ন বয়স্ক ব্যক্তিদের তালিকা করে তাদের ঘরে ঘরে গিয়ে কম্বল দিয়ে আসে। এছাড়া শিশুদের মাঝে হুডি বিতরণ করা হয়।
মহান আল্লাহ যেন আমাদের এই প্রচেষ্টা কবুল করে নেন।


লেখাটি শেয়ার করতে পারেন