রমাদানের ইফতার প্রজেক্ট আমাদের পেইজের অন্যতম সাদাকাহ কার্যক্রম। মুসলিম হিসেবে যে কোনো রোযাদারকে ইফতার করালে উক্ত রোযাদারের সমান সওয়াব পাওয়া যায়- এই ধারণায় অনপ্রাণিত হয়ে আমরা মাদ্রাসার রোযাদার শিশু-কিশোরদের মাঝে কিছুটা উন্নতমানের ইফতার আইটেম দেয়ার উদ্যোগ নিয়েছিলাম। এক্ষেত্রে আমাদের সহায়তা করেছে বগুড়ায় অবস্থিত একটি বেসরকারী এনজিও Serenity Concern আমাদের পেইজ থেকে সংগৃহীত অর্থ দিয়ে তারা বগুড়ার বিভিন্ন মাদ্রাসায় ইফতার সামগ্রী বিতরণ করে। আমাদের ইচ্ছা আছে প্রত্যেক রামাদানেই এই ইফতার প্রজেক্ট চালু রাখার।
মহান আল্লাহ যেন আমাদের এই তৌফিক দেন।